নিজস্ব প্রতিবেদকঃ ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের ৪২৭ রানের জবাবে বাংলাদেশ ‘এ’ দল শুরুটা বেশ ভালোই করেছে। তবে এর মাঝেও ওপেনার সাদমান ইসলাম নিজের উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন। এরপর উইকেটে এসে সাইফ হাসান ওয়ানডে মেজাজে ব্যাট করেন। জাকির হাসানও বেশ ভালোভাবেই তাল মেলাচ্ছেন।
দিনের খেলা মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৪ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৩ রান। ওপেনার জাকির হাসান করেছেন ২৬ রান। ৫২ বলের ইনিংসে ৪ বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি। অপরদিকে ১৭ বলে ৫ বাউন্ডারিতে ২৩ রান করে অপরাজিত আছেন সাইফ হাসান।
উইন্ডিজের করা ৪২৭ রানের জবাবে ইনিংসের শুরুতে দেখে-শুনেই খেলতে থাকেন টাইগারদের দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম। তবে মনোযোগ হারিয়েই ক্যারিবিয়ানদের উইকেট উপহার দিয়ে আসেন সাদমান।
রেইমনের করা ইনিংসের অষ্টম ওভারের প্রথম বল খেলতে গিয়ে আউটসাইড এজ হয়ে স্লিপে থাকা কেভিন সিনক্লেয়ারের তালুবন্দি হন। এতে ভেঙে যায় ২১ রানের উদ্বোধনী জুটি। ১৫ বলে মাত্র ২ রান করেই প্যাভিলিয়নের পথ ধরেন সাদমান। অথচ চাইলেই ছেড়ে দিতে পারতেন বল।
এই উইকেটের পর অবশ্য মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত আর কোনো উইকেট হারায়নি স্বাগতিকরা। উল্টো তেড়েফুড়ে খেলতে দেখা গেছে উইকেটে আসা সাইফ হাসানকে। হাঁকিয়েছেন একের পর এক বাউন্ডারি। ক্যারিবিয়ান বোলারদের ওপর চড়াও হওয়া দেখে মনে হচ্ছিল, টি-টোয়েন্টিই বোধহয় খেলতে নেমেছেন। জাকিরকে সাথে নিয়ে ৩২ রানের অবিচ্ছিন্ন জুটিতে ফিরেছেন ড্রেসিং রুমে।
এর আগে কাল যেখানে শেষ করেছিল ক্যারিবিয়ানরা, সেখান থেকেই নিজেদের প্রথম ইনিংসে আজ আবার ব্যাট করতে নামে। আগের দিন শেষে দলটির সংগ্রহ ছিল ১২৩ ওভারে ৬ উইকেটে ৪১৭ রান। সেখান থেকে আজ সকালে বৃষ্টির কারণে খেলা শুরু হতে দেরী হয়।
বেলা ১১টায় শুরু হওয়া খেলাতে দিনের দ্বিতীয় ওভারেই নিজের ফিফটি পূরণ করেন সিনক্লেয়ার। এরপর দ্রুত রান তুলতে চেষ্টা চালায় সফরকারীরা। তবে সফল হয়নি শেষ পর্যন্ত।
এর মধ্যে নাঈম হাসানের করা ১২৭তম ওভারের তৃতীয় বলে উড়িয়ে মারতে গিয়ে আরেক ক্যারিবিয়ান ব্যাটার জশুয়া ডা সিলভা ডিপ মিড উইকেট তালুবন্দি হন সাইফ হাসানের হাতে। ১২৭ বলে ৫ বাউন্ডারি ও ১ ছক্কায় ৭৭ রানে ক্যারিবিয়ান অধিনায়ক জশুয়া আউট হতেই ড্রেসিং রুমে ফিরে যেতে যেতে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেন।
১২৬.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে ৪২৭ রানের বড় সংগ্রহেই নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে উইন্ডিজ ‘এ’ দল। ৮০ বলে ৬ বাউন্ডারিতে ৫৩ রানে অপরাজিত ছিলেন সিনক্লেয়ার। এর আগে অধিনায়ক জশুয়ার ৭৭ রানের ইনিংস তো আছেই। সঙ্গে আরও তিনটি ফিফটি পেয়েছিল ক্যারিবিয়ানরা। দুই ওপেনার ত্যাজনারায়ণ চন্দরপল খেলেছেন ৮৩ রানের ইনিংস ও ক্রিক ম্যাকেঞ্জি খেলেছেন ৮৬ রানের ইনিংস। এছাড়া অ্যালিক স্টিভেন ৮৫ রান করেন। তবে কেউই সেঞ্চুরি পূরণ করতে পারেননি ব্যক্তিগতভাবে।
বাংলাদেশের হয়ে মুশফিক হাসান ৩ উইকেট শিকার করেন সর্বোচ্চ। ২টি উইকেট লাভ করেন নাঈম হাসান। ১টি করে উইকেট নিয়েছেন সাইফ হাসান ও রিপন মণ্ডল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post