নিজস্ব প্রতিবেদকঃ উইন্ডিজ ‘এ’ দলকে ৩৪৫ রানে অলআউট করে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। বৃহস্পতিবার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয় নি স্বাগতিকদের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওপেনার জাকির হাসান ফিরেছেন দ্রুতই। ১০৮ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে ১৩ রান করেন জাকির।
থিতু হতে পারেন নি সাইফ হাসানও। বাউন্ডারিতে রানের খাতা খোলা এই ডানহাতি ১৬ করে বিদায় নেন। চারে নেমে ইনিংস বড় করতে পারেন নি মোহাম্মদ নাঈম শেখ। ২৮ রান করেছেন তিনি। সঙ্গীদের হারালেও একপ্রান্ত টিকে ছিলেন ওপেনার সাদমান ইসলাম। প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের ২৯তম ফিফটি হাঁকিয়েছেন এই বাঁহাতি। তাঁকে দারুণ সঙ্গ দিচ্ছেন শাহাদাত হোসেন দিপু।
চা বিরতির পর এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৭১ রান। সাদমানের সঙ্গে ৩৭ রান করে অপরাজিত আছেন দিপু। সাদমানের সংগ্রহ ৭০ রান। বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ৬৭ রান। এর আগে নিজেদের প্রথম ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ ছিল ২৩৭ রান। জবাবে ক্যারিবিয়ানরা অলআউট হয়ে ৩৪৫ রানে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post