নিজস্ব প্রতিবেদক:: জাতীয় ক্রিকেট লিগের টি-২০ ফরম্যাটে দুর্দান্ত করছে ঢাকা মেট্রো। সাদমান ইসলামের সেঞ্চুরিতে বরিশালকে উড়িয়ে দিয়েছে দলটি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সাদমানের শতক আর রবিনের অর্ধশতকে কোচ নাজমুল হোসেনের দলটি জিতেছে ৯৬ রানের বড় ব্যবধানে। ছয় ম্যাচে তিন জয়ে সেমিফাইনালের দৌড়ে ভালো মতোই টিকে আছে মেট্রো।
আগে ব্যাট করতে নামা ঢাকা মেট্রো সাদমানের সেঞ্চুরিতে ভর করে ১৯৭ রান তুলে। জবাবে ব্যাট করতে নামা বরিশাল বিভাগীয় দল মাত্র ১০১ রানেই গুটিয়ে যায়।
টস হেরে ব্যাট করতে নামা মেট্রো বরিশালের বোলারদের তুলোধুনো করে ছাড়ে। দুই ওপেনার সাদমান ও রবিন ১৭৭ রানের জুটি গড়েন। চারটি ছক্কা ও এগারোটি চারে ৬১ বলে ১০১ রানের নান্দনিক এক ইনিংস খেলেন সাদমান। আরেক ওপেনার রবিন নয় চার ও দুই ছয়ে ৪৯ বলে ৭৯ রান করেন। ইনিংসের ১৮তম ওভারের তৃতীয় বলে উদ্বোধনী জুটি ভাঙার পরপর দলটি দ্রুত কয়েকটি উইকেট হারায়। শেষ পর্যন্ত ৬ উইকেটে তুলে ১৯৭ রান।
১৯৮ রানের বড় টার্গেটে খেলতে নামা বরিশাল খুলনার বোলারদের তোপের মুখে মাত্র ১০১ রানেই গুটিয়ে যায় ১৭.৫ ওভারে। দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন আজমির আহমদ। ১৮ রান করেন জাহিদুজ্জামান খান।
ঢাকা মেট্রোর হয়ে মারুফ তিনটি, রাকিবুল ও রনি ২টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০