নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ডে সেঞ্চুরির দেখা পেয়েছেন সাদমান ইসলাম। বগুড়ায় বিসিবি মধ্যাঞ্চলের বিপক্ষে ১৩০ রানের ইনিংস খেলেছেন এই ওপেনার। জাতীয় দলের বাইরে থাকা এই বাঁহাতি দীর্ঘ সময় পর সাদা পোশাকে পেলেন সেঞ্চুরির দেখা।
বগুড়ায় সাদমান সাড়ে পাঁচ ঘণ্টার ব্যাটিংয়ে তাঁর ইনিংস খেলেছেন। শহীদ চান্দু স্টেডিয়ামে শনিবার প্রথম দিনে তাকে দারুণভাবে সঙ্গ দিয়েছেন ফজলে মাহমুদ রাব্বি। তাদের দুজনের ব্যাটে প্রথম দিনে ৭ উইকেটে ২৮১ রান তুলেছে বিসিবি দক্ষিণাঞ্চল। অধিনায়ক মাহমুদ করেছেন ৫০ রান। ২৫ রান করে অপরাজিত আছেন নাসুম আহমেদ। আগামীকাল ম্যাচের দ্বিতীয় দিনে তাঁর সঙ্গী ৪ রানে অপরাজিত থাকা সুমন খান।
৭ উইকেটে ২৮১ রান নিয়ে দক্ষিণাঞ্চল দ্বিতীয় দিনের খেলা শুরু করবে। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় তারা। ওপেনার পিনাক ঘোষ রানের খাতা খোলার আগেই বিদায় নেন। এনামুল হক বিজয় তিনে নেমে ২৩ রানের বেশি করতে পারেন নি। রান আউট হয়েছেন তিনি। অমিত হাসান করেছেন ৩০ রান। মধ্যাঞ্চলের হয়ে ৩ উইকেট নিয়েছেন আবু হায়দার রনি। ২ উইকেট শিকার করেছেন সৌম্য সরকার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post