নিজস্ব প্রতিবেদকঃ ফলো অনে পড়ে আগের দিনের করা দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ‘এ’ দলের সংগ্রহ ছিল ২ ওভারে বিনা উইকেটে ৫ রান। সেখান থেকে আজ চতুর্থ দিনে বৃষ্টি বাঁধা শেষে টাইগাররা খেলতে নামে দুপুর ১ টা ৫০ মিনিটে।
কিন্তু, দিনের খেলার শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ দল। কেননা শুরুতেই জাকির হাসান ও সাই হাসানের উইকেট হারিয়ে বসে টাইগাররা। ৭.৪ ওভারে দলের দুই গুরুত্বপূর্ণ ব্যাটার জাকির ডাক ও সাইফ ৬ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন।
তবে এরপর দলের হাল ধরেন মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। দুজনে মিলে গড়ে তুলেন ৬৬ রানের জুটি। কিন্তু সেই জুটি ভাঙতেই ফের বিপাকে পড়েছে টাইগাররা। একে একে জয়, সাদমান ও অধিনায়ক আফিফ আউট হয়ে বিপদ বাড়ান দলের।
২৪তম ওভারের তৃতীয় বলে ২০ রান করা জয়কে প্যাভিলিয়নের পথ ধরিয়ে দেন গুদাকেশ মতি। এরপর সাদমানের উইকেট তুলে নিয়ে চাপ তৈরি করেন কেভিন সিনক্লেয়ার। এর আগে অবশ্য ফিফটি পূরণ করে যান সাদমান। ৯০ বলে ৯ বাউন্ডারিতে খেলেন ৬৪ রানের ইনিংস। তবে উইকেটে এসে ব্যর্থ হন অধিনায়ক আফিফ হোসেন। ২ বাউন্ডারিতে মাত্র ৯ রান করেই তিনি আউট হলে বাংলাদেশ বিপর্যয়ে পড়ে।
চা-বিরতির আগে প্রথম সারির ৫ ব্যাটারকে হারিয়ে বাংলাদেশ দিশেহারা। চা-বিরতির আগ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১১৬ রান ৩৩ ওভারে। ম্যাচে ইনিংস হার এড়াতে হলে আরও ৪৭ রান করতে হবে। এরপর সেটি টপকে ক্যারিবিয়ানদের টার্গেটও দিতে হবে। কিন্তু কোনোক্রমে বাংলাদেশ অলআউট হলে ম্যাচে হার এড়ানো যাবে না।
এই মূহুর্তে বাংলাদেশের হয়ে ব্যাটিংয়ে আছেন জাকের আলি অনিক ও নাঈম হাসান। দুজনই ব্যক্তিগত ৪ রান করে অপরাজিত আছেন। ম্যাচ বাঁচাতে হল উইকেটে মাটি কামড়ে পড়ে থাকা ছাড়া উপায় নেই তাদের সামনে। এখনও অন্তত আরও ২৩ ওভার বাকি রয়েছে ম্যাচের। বাংলাদেশের টেল এন্ডাররা কতটুকু সামলাতে পারে সেটিই দেখার বিষয়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post