নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মুখোমুখি লড়ছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। মিরপুরের হোম অব ক্রিকেটে দুই দলের লড়াইয়ে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৭২ রানের বড় পুঁজি পেয়েছে অগ্রণী ব্যাংক। মিঠুন-মুশফিক-নাসিরদের নিয়ে গড়া প্রাইম ব্যাংককে জিততে হলে করতে হবে ২৭৩ রান।
টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ১৯ রানের মাথায় ওপেনার আজমীর আহমেদের উইকেট হারায় অগ্রণী ব্যাংক। এরপর ১০৩ রানের এক জুটি গড়ে তুলেন আরেক ওপেনার ও দলের বিদেশি উসমান খান এবং টপ অর্ডারে নামা সাদমান ইসলাম অনিক। সেই জুটি ভাঙে উসমানের বিদায়ে। ধীর গতির ব্যাটিংয়ে ৯১ বলে ৭ বাউন্ডারি ও ১ ছক্কায় ৫৩ রান করে আউট হন উসমান।
এরপর ৫২ রানের জুটি গড়েন সাদমান ও জহুরুল ইসলাম অমি। সেই জুটি ভাঙে সাদমানের বিদায়ে। তিনিও ধীর গতির ছিলেন। ৯৫ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় ৬২ রানের ইনিংস খেলে আউট হন এই বাঁহাতি। চতুর্থ উইকেটে জহুরুল আর অধিনায়ক মার্শাল আইয়ূব গড়ে তুলেন ৪৫ রানের জুটি। ফিফটি হাঁকিয়ে জহুরুল ফিরলে সেই জুটিতে ভাঙন ধরে। ৫৬ বলে ৫ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৫৮ রানের ইনিংস খেলেন জহুরুল।
এরপর আর কোনো উইকেট হারায়নি অগ্রণী। মার্শাল ও আবু হায়দার রনির ঝড়ো ৫৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে ভর করে বড় রানের পুঁজি পায় দলটি। ৩৪ রান করে মার্শাল এবং ১৫ বলে ৪ ছক্কা ও ১ চারে ৩৬ রানের ক্যামিও খেলে অপরাজিত থাকেন আবু হায়দার রনি।
প্রাইম ব্যাংকের হয়ে তাইজুল ইসলাম ২ উইকেট শিকার করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা