স্পোর্টস ডেস্ক:: সিলেটের পর্যটন স্পট সাদাপাথর এখন আলোচনায়। স্থানীয়রা লুট করে নিয়েছেন সাদাপাথরের দৃষ্টিনন্দন সব পাথর। পর্যটন স্পটটি এখন মরুভূমিতে পরিণত হয়েছে। যে পর্যটন স্পটে প্রতিদিন হাজার হাজার মানুষ যেতেন, প্রকৃতির কোমল ছোঁয়ায় মুগ্ধ হতেন সেই দৃষ্টিনন্দন সাদাপাথর জুড়ে এখন লুটপাঠের রাজত্ব।
স্থানীয় প্রভাবশালীরা গত কয়েক দিনে সাদাপাথরের সব পাথর লুট করে নিয়েছেন। প্রকৃতির অপরূপ সৌন্দর্য্যের এই লীলাভূমিতে ধ্বংসযজ্ঞ চালিয়েছেন পাথর খেকোরা। সামাজাকি যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনার ঝড়।
এবার ক্রিকেটার রুবেল হোসেনও সাদাপাথর রক্ষার দাবি জানিয়েছেন। সিলেটের ভােলাগঞ্জ সীমান্তবর্তী এই পর্যটন স্পটে স্ব-স্ত্রীক ঘুরেছেন রুবেল। সাদাপাথরে স্ত্রীর সঙ্গে তুলা ছবিও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস করেছেন। জানিয়েছেন, প্রকৃতিকে রক্ষার দাবি।
ফেসবুক পোস্টে রুবেল লিখেন- ‘সিলেটের সাদা পাথর নেই তো, হারাবে সিলেটের সৌন্দর্যের গল্প। সাদা পাথর লুটেদের থামাও— প্রকৃতি লুট নয় প্রকৃতি রক্ষা করুন ।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০