স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশসহ বিশ্বের বেশ কয়েকটি ক্রিকেট খেলুড়ে দেশেই চালু আছে সাদা ও লাল বলের আলাদা কেন্দ্রীয় চুক্তি। এবার সেই পথে হাঁটতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি)। আসন্ন মৌসুম থেকে এই পদ্ধতি চালু করবে পিসিবি। বিষয়টি নিশ্চিত করেছেন পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা।
মূলত সাদা বলের ক্রিকেটকে বাড়তি গুরুত্ব দিতেই এই পরিকল্পনা সাজানো হয়েছে। কেননা সামনেই বেশ কয়েকটি বিশ্বকাপ আছে সংক্ষিপ্ত ফরম্যাটে। তবে ব্যস্ত রাখা হবে লাল বলের ক্রিকেটারদেরও। সব মিলিয়েই এই পরিকল্পনা সাজানো হয়েছে বলে জানিয়েছেন রমিজ রাজা।
রমিজ রাজা এই প্রসঙ্গে বলেন, ‘লাল ও সাদা বলের ক্রিকেটের চুক্তি আলাদা করার পেছনে আমাদের যুক্তি হলো, সাদা বলের ক্রিকেটের উন্নতি ও অগ্রগতিকে সাহায্য করা। আগামী ১৬ মাস দুটি বিশ্বকাপসহ চারটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আছে আমাদের।’
রমিজ আরও বলেন, ‘সাদা বলের বিশেষজ্ঞদের জন্য আলাদা চুক্তি করে আমরা ভিন্ন দুটি স্কোয়াড তৈরি করছি। এতে করে আমরা সাদা ও লাল বলে দুটি দলকে একইসাথে ব্যস্ত রাখতে পারি। এর মাধ্যমে আমরা আরও বেশি প্রতিভাবান ক্রিকেটার বিশ্বের কাছে তুলে ধরতে পারব।’
চলতি জুনের ৩০ তারিখ শেষ হচ্ছে পাকিস্তানের বর্তমান কেন্দ্রীয় চুক্তির মেয়াদ। ২০২১-২২ মৌসুম শেষে এরপর ২০২২-২৩ মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করবে পিসিবি। গুঞ্জন রয়েছে, সেখানে নতুন মুখ আসছে। একইসাথে বেতন ও সুযোগ-সুবিধা বাড়ছে বলেই জানা গেছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা