সাদা বলে বাংলাদেশ ভালো দল- উইন্ডিজ অধিনায়ক পুরান

0
6

স্পোর্টস ডেস্ক:: সিরিজের প্রথম টি-২০ ম্যাচটি মাঠে গড়ানোর আগে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান সমীহ করলেন সফরকারী বাংলাদেশ দলকে। জানিয়েছেন, বাংলাদেশ দল সাদা বলে ভালো খেলে। তাদের বিপক্ষেও দারুণ খেলে টাইগাররা্

এই সফরের আগে বাংলাদেশ দলের সবশেষ উইন্ডিজ সফর ছিলো ২০১৮ সালে। সেবার বাংলাদেশ টেস্ট হোয়াইটওয়াশ হলেও টি-২০ ও ওয়ানডে সিরিজ জিতেই এসেছিলো। এবারো বাংলাদেশ দল টেস্টে হোয়াইটওয়াশ হয়েছে। ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে নিয়েছে স্বাগতিকরা।

টি-২০ সিরিজ শুরু হচ্ছে আজ রাতে। বাংলাদেশ সময় রাত ১১টায় উইন্ডিজের ডমিনিকার উইন্ডসোর পার্ক রিসোতে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০ ম্যাচটি। বাংলাদেশকে ভালো দল বললেও নিজেদের সেরাটা দিতে হবে জানিয়েছেন নিকোলাস পুরান। তার বিশ্বাস- দল ভালো করবে এবার।

ম্যাচের আগে নিকোলাস পুরান সাংবাদিকদের বলেন, ‘সাদা বলে বাংলাদেশ ভালো দল। তারা লড়াকু। আমাদের বিরুদ্ধে সব সময় ওরা ভালো খেলে। আমাদের ভালো খেলতে হবে। নেদারল্যান্ডস ও পাকিস্তানের বিরুদ্ধে যে ভাবে খেলেছি, সেভাবে খেলতে হবে। যদিও পাকিস্তানে ফলাফল পক্ষে আসেনি। ফলাফল সব সময় আমাদের পক্ষে আসবে না। তবে নিজেদের সেরাটা দিতে হবে। আমাদের ‘কঠোর পরিশ্রম করতে হবে এবং নির্ভীক ক্রিকেট খেলতে হবে।’

ভালো উইকেট পাবেন জানিয়ে পুরান বলেন, ‘মনে হচ্ছে ব্যাটিংয়ের জন্য ভালো উইকেট পাব। এখানে দারুণ দু’টি ম্যাচ প্রত্যাশা করছি। বৃষ্টির কারণ মাঠ ছাড়তে হওয়ায় প্রস্তুুতি ভাল হয়নি এটা বলব না। সেন্ট লুসিয়ায় দু’টি ভালো সেশন হয়েছে।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here