সাদিও মানে, টমাস মুলার আর লিওনের গোলে বায়ার্নের জয়

0
114

স্পোর্টস ডেস্ক:: সাদিও মানে, টমলাস মুলারদের গোলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বড় জয় নিয়ে মাঠ ছাড়লো বায়ার্ন মিউনিখ। ভিক্টোরিয়া প্লজেনকে ৪-২ গোলে হারিয়েছে সাদিও মানেরা।

ছয় গোলে ম্যাচে বায়ার্ন মিউনিখ নিজেদের চার গোলই আদায় করে নেয় প্রথমার্ধে। প্রথমার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়া বায়ার্নকে দ্বিতীয়ার্ধে ভয় ধরিয়ে দেয় ভিক্টোরিয়া প্লজেন। দুই গোল শোধ করে ফেলে তারা।

ম্যাচের দশম মিনিটেই সাদিও মানের গোলে লিড নেয় বায়ার্ন মিউনিখ। মিনিট চারেক পরেই ব্যবধান বাড়ান টমাস মুলার। ম্যাচের ১৪তম মিনিটেই ২-০ ব্যবধানে এগিয়া যায় বায়ার্ন। এর মিনিট দশেক পরেই ব্যবধান বাড়ান লিওন গোরেটজকা। ম্যাচের ২৫তম মিনিটে বায়ার্নকে তিনি এগিয়ে দেন ৩-০ গোলে।

নিজের প্রথম গোলের মিনিট দশেক পরেই দ্বিতীয় গোল আদায় করে নেন লিওন গোরেটজকা। ম্যাচের ৩৫তম মিনিটে ভিক্টোরিয়ার জালে চতুর্থবার বল পাঠায় বায়ার্ন। ৪-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বায়ার্ন মিউনিখ।

দ্বিতীয়ার্ধে খেলা শুরু হলে নিজেদের রক্ষণ সামলে নেয় ভিক্টোরিয়া। উঠে পাল্টা আক্রমণে। দু’টি গোলও পেয়ে যায় তারা। ম্যাচের ৬২তম মিনিটে অ্যাডাম ভলকানোভার গোলে ব্যবধান ৪-১ করে দলটি। দ্বিতীয়ার্ধে বদলী নামা জ্যান ক্লিমেন্টের গোলে ম্যাচের ৭৫তম মিনিটে ব্যবধান ৪-২ করে ভিক্টোরিয়া। তবে শেষ পর্যন্ত তাদেরকে হার নিয়েই মাঠ ছাড়তে হয়।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here