স্পোর্টস ডেস্ক:: সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের জন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ভিসার জন্য সার্কুলার প্রকাশ করেছে। অংশ গ্রহণকারী ৭ দলের মধ্যে কেবল পাকিস্তানের নাম নেই সার্কুলারে। অর্থাৎ ছয়টি দলকে ভিসা দেবে ভারত সরকার। পাকিস্তানকে ভিসা দেবে না তারা।
আগামি ২১ জুন থেকে ভারতে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ। এই আসরে অংশ নিচ্ছে সাতটি দল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল ছয়টি দলকে ভিসা দেওয়ার বিষয়ে সার্কুলার দিয়েছে। সেখানে পাকিস্তান দলের নাম নেই।
ভারত-পাকিস্তান রাজনৈতিক বৈরিতার কারণে ভারতীয় সরকার পাকিস্তানীদের ভিসার ব্যাপারে ‘কঠোরতা’ থাকে সব সময়। ভারতের এই সার্কুলার দেওয়ার পর জরুরী বৈঠকে বসছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। দক্ষিণ এশিয়ার ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটির কর্মকর্তারা বলছেন, তারা আশা করছেন ভারত সরকার পাকিস্তান দলের ভিসা দেবে।
এদিকে পাকিস্তানের সরকারও দেশটির ফুটবলারদের ভারত সফরের জন্য এখনো অনুমতি দেয়নি। সাফে ভারত সফরের এনওসি’র জন্য প্রয়োজনী কাগজপত্র সরকারের দপ্তরে জমা দিয়েছে পাকিস্তান ফুটবল ফেডারেশন। কিন্তুু সরকারের তরফ থেকে অনাপত্তিপত্র দেওয়ার বিষয়ে কোনো কিছু জানানো হয়নি।
সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল ভিসা জঠীলতা নিয়ে সাংবাদিকদের বলেন, ‘ভিসা সংক্রান্ত বিষয়ে কিছু জটিলতা তৈরি হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অংশগ্রহণকারী দলগুলোর ভিসার বিষয়ে যে সার্কুলার দিয়েছে সেখানে অতিথি ৭ দেশের মধ্যে ৬টির নাম থাকলেও নেই পকিস্তানের নাম। সেটা জানার পরই আমরা জরুরি সভায় বসতে যাচ্ছি। আমরা যতটুকু জেনেছি, পাকিস্তানের ভিসার বিষয়টি আলাদাভাবে দেখছে ভারত সরকার।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post