স্পোর্টস ডেস্কঃ বদলি গোলরক্ষক আসিফ হোসেনের দুর্দান্ত নৈপুণ্যে ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল বাংলাদেশ। আজ নেপালের কাঠমান্ডুতে টাইব্রেকারে ৪-৩ গোলে ভারতের হারায় লাল সবুজের প্রতিনিধিরা। নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে ড্র ছিল।
ম্যাচের ৩৬ মিনিটে দুর্দান্ত সংঘবদ্ধ এক আক্রমণ থেকে গোল আদায় করে নেয় বাংলাদেশ। বাঁ প্রান্ত থেকে আসা ক্রস পুরোপুরি ক্লিয়ার করতে পারেননি ভারতের গোলরক্ষক। পোস্টের সামনে অরক্ষিত থাকা আসাদুল মোল্লা ঠাণ্ডা মাথায় প্লেসিং শটে বল জালে জড়ান। প্রথমার্ধে বাংলাদেশ আরও গোল করার চেষ্টা করেছিল। তবে গোল আদায় করতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে ভারত। ম্যাচের ৭৫তম মিনিটে ভারতকে সমতায় ফেরান গেয়ারি।
নির্ধারিত সময়ের খেলায় আর কোন গোল হয়নি। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বাংলাদেশের কামাচাই মারমা। দ্বিতীয়ার্ধে বদলি গোলরক্ষক হিসেবে নামেন আসিফ। টাইব্রেকারে সেই আসিফই বাংলাদেশের জয়ের নায়ক বনে যান। পেনাল্টি শুটআউটে ভারতের প্রথম ও পঞ্চম শট ঠেকিয়ে দেন আসিফ। অপরদিকে চার শটের চারটিতেই গোল করে বাংলাদেশের যুবারা। তাতে ৪-৩ গোলে জয় নিয়ে ফাইনালের টিকিট কাটে বাংলাদেশ। ফাইনালে আগামী বুধবার (২৮ আগস্ট) বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০