স্পোর্টস ডেস্কঃ সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে বাংলাদেশ। বয়সভিত্তিক এই টুর্নামেন্টে অনূর্ধ্ব-২০ ক্যাটাগরিতে এই প্রথম শিরোপা হাতে তুলেছে বাংলাদেশ। নেপালের ললিতপুরের আনফা কমপ্লেক্সে বুধবার ৪-১ গোলে জিতেছে লাল-সবুজের দল।
সাফ চ্যাম্পিয়নশিপের এবারের আসরে নেপালের সঙ্গে একই গ্রুপে ছিল বাংলাদেশ। সেখান থেকে গ্রুপ রানার্স-আপ হয়ে সেমিফাইনালে উঠেছিল। শেষ চারের লড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়ন শক্তিশালী ভারতকে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়ে ফাইনালে আসে।
ফাইনালে মিরাজুল ইসলামের জোড়া গোল আর রাব্বি হোসেন ও পিয়াস আহমেদের একটি করে গোলে নেপালকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। ঐতিহাসিক এই শিরোপা জয় জুলাই ও আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের উৎসর্গ করা হয়েছে। ম্যাচ শেষে এমনটি ঘোষণা দেন বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের কোচ মারুফুল হক।
বাংলাদেশের কোচ বলেন, ‘আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা আল্লাহ তা’য়ালার। প্রথমে আমি বলতে চাই, আমাদের এই চ্যাম্পিয়নশিপ ট্রফি এবং আমাদের এই সাকসেস, দলের সকলের পক্ষ থেকে গেল মাস ও এই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জীবন দিয়েছে, আত্মত্যাগ করেছে সেসব শহীদদের উৎসর্গ করতে চাই।’ এদিকে বাংলাদেশের গোলরক্ষক আসিফ হোসেন এই শিরোপা উৎসর্গ করলেন দেশের বন্যার্তদের জন্য, ‘আমাদের দেশের অবস্থা এখন ভালো নয়। বন্যার্ত যারা আছেন এবং গত জুলাই মাসে যারা শহীদ হয়েছেন, তাদেরকে আমরা অনেক শ্রদ্ধা করি এবং তাদের জন্য এই ট্রফিটা উৎসর্গ করলাম।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০