স্পোর্টস ডেস্ক:: দু’এক দিন পরেই ভারতে অনুষ্টিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ। কম্বোডিয়া থেকেই ভারত চলে যাবে জামাল ভুঁইয়ারা। বাংলাদেশের তারকা ফুটবলার তারিক কাজী প্রথম ম্যাচে নিষিদ্ধ থাকবেন। তার মাঠে নামা হবে না।
ফিফা প্রীতি ম্যাচে কম্বোডিয়ার বিপক্ষে লাল কার্ড পেয়েছেন তারিক। যার কারণে সাফের প্রথম ম্যাচে তিনি নিষিদ্ধ থাকবেন। লাল কার্ডের শাস্তি এক ম্যাচ নিষেধাজ্ঞা। বাংলাদেশ দলকে তাই তারিক কাজীকে ছাড়াই খেলতে হবে সাফের প্রথম ম্যাচ।
দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ টুর্নামেন্টের প্রস্তুুতির জন্য ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশ দল কম্বোডিয়ায় যায়। স্বাগতকিদেরকে জনির একমাত্র গোলে ১-০ ব্যবধানে হারিয়েছে জামাল ভুঁইয়ারা। প্রথমার্ধে করা এক গোলের লিড ধরে রেখেই ম্যাচ শেষ করে বাংলাদেশ।
ম্যাচটির শেষ দিকে গিয়ে লাল কার্ড পেয়ে বসেন তারিক কাজী। শেষ দিকে ১০ জনের দলে পরিণত হয় বাংলাদেশ। তবে তা ম্যাচের ফলাফলে কোনো প্রভাব ফেলেনি। কম্বোডিয়ার বিপক্ষে ছয়বারের দেখায় পাঁচ বারই জিতলো বাংলাদেশ। অন্য ম্যাচটি ‘ড্র’ হয়েছিলো।
সাফ খেলতে আগামিকালই কম্বোডিয়া ছাড়বে বাংলাদেশ দল। ২১ জুন থেকে ব্যাঙ্গারুতে শুরু হবে এবারের সাফ চ্যাম্পিয়নশিপ। লেবানন, মালদ্বীপ ও ভুটান গ্রুপে পড়েছে বাংলাদেশ দল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post