স্পোর্টস ডেস্ক:: শ্রীলঙ্কাকে হারিয়ে সাফ মিশন শুরু করলো বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। ভারতে অনুষ্টিত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ১-০ গোলে হারিয়ৈছে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২০ দলকে।
সোমবার ভারতের ভুবেনশ্বরে অনুষ্টিত ম্যাচটিতে বাংলাদেশের কিশোর ফুটবলাররা দাপট দেখিয়েেই খেলেছে। ম্যাচের শুরু থেকেই শেষ পর্যন্ত দারুণ খেলে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২০ দল খুব একটা সুবিধা করতে পারেনি। এই জয়ে ফাইনালের লক্ষ্যে এগিয়ে গেলো বাংলাদেশ।
কালিংগা স্টেডিয়ামে অনুষ্টিত ম্যাচটিতে শ্রীলঙ্কা কম যায়নি। আক্রমণ পাল্টা আক্রমণ করেছে। চাপে রেখেছে বাংলাদেশকেও। দুই দলের পাল্টা-পাল্টি লড়াইয়ের ম্যাচটির প্রথমার্ধ শেষ হয় গোল শুন্য সমতায়।
দ্বিতীয়ার্ধে খেলা শুরু হলে শ্রীলঙ্কা আক্রমণ বাড়িয়ে লিড নেওয়ার চেষ্টা করে। তবে দলটি উল্টো গোল খেয়ে বসে। ম্যাচের ৭১তম মিনিটে মিরাজুলের গোলে ম্যাচে লিড বাংলাদেশ। শ্রীলঙ্কা আর ম্যাচে ফিরতে পারেনি। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল।
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বুধবার নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ স্বাগতিক ভারত।
এস্নপিস্পেোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০