স্পোর্টস ডেস্কঃ ভারতের ব্যাঙ্গালোরে বসছে এবারের সাফ চ্যাম্পিয়নশিপ। আসর শুরুর আগে বুধবার হয়েছে ড্র। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে ও সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল। ড্র’তে শক্তিশালী লেবাননের গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে লাল সবুজের প্রতিনিধিরা অন্য দু’দল হিসেবে পেয়েছে মালদ্বীপ ও ভুটানকে।
সাফ ফুটবলে দক্ষিণ এশিয়ার দেশগুলো অংশ নিয়ে থাকে। তবে এবার আসরের জনপ্রিয়তা বাড়ানোর লক্ষ্যে দক্ষিণ এশিয়ার বাইরে থেকে লেবানন এবং কুয়েত অংশ নিচ্ছে। দক্ষিণ এশিয়ার বাইরের দেশ হলেও সাফে তারা নিজেদের পূর্ণ শক্তির দলই পাঠাবে। ভারত, পাকিস্তান, লেবানন, কুয়েত ছাড়াও এবারের সাফে আরও অংশ নিচ্ছে বাংলাদেশ, নেপাল, ভুটান ও মালদ্বীপ।
আগামী মাসের ২১ তারিখ থেকে শুরু হয়ে জুলাইয়ের ৪ তারিখ পর্যন্ত ভারতের ব্যাঙ্গালোরে অনুষ্ঠিত হবে এবারের সাফ চ্যাম্পিয়নশিপ। শঙ্কা থাকলেও ব্যাঙ্গালোরে খেলতে আসছে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। পূর্ণ শক্তির দল নিয়ে সাফে খেলতে যাচ্ছে তারা। রাজনৈতিক কারণে দীর্ঘদিন থেকে বৈরী সম্পর্ক দুই দেশের। তবে সেটি ভুলে ফুটবলে এক হতে চলেছে দুই দেশ। সাফের গ্রুপ ‘এ’তেব আছে দু’দল।
ভারতের সঙ্গে আছে পাকিস্তান, নেপাল ও কুয়েত। আসন্ন আসরে অংশ নেওয়া দলগুলোর মধ্যে ফিফা র্যাঙ্কিংয়ের দিক থেকে সবচেয়ে শক্তিশালী দল লেবানন। বর্তমানে ৯৯তম স্থানে আছে তারা। আরেক অতিথি দল কুয়েত ফিফা র্যাঙ্কিংয়ে ১৪৩তম। ভারতের অবশ্য অবস্থান ১০১-এ। সাফকে সামনে রেখে এরই মধ্যে ৩৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরা। আসর শুরুর আগে কম্বোডিয়ার বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা বাংলাদেশ দলের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০