স্পোর্টস ডেস্কঃ দুর্দান্ত এক জয় দিয়ে মেয়েদের সাফ চ্যাম্পিয়ন শুরু করেছে বাংলাদেশ দল। বুধবার টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে তারা ৩-০ গোলে হারিয়েছে মালদ্বীপকে। ম্যাচে জোড়া গোল করেছেন সাবিনা খাতুন। ১টি গোল মাসুরা পারভীনের। প্রথমার্ধেই তিন গোল তুলে নেয় বাংলাদেশ। তবে এই তিন গোলের আগে-পরে একাধিক সুযোগ নষ্ট করেন সাবিনা-কৃষ্ণারা।
নেপালের দশরথ স্টেডিয়ামে আজ ম্যাচের ৩২তম মিনিটে বাংলাদেশকে এগিয়ে নেন অধিনায়ক সাবিনা। প্রায় ৪০ গজ দূর থেকে ডান পায়ের দারুণ শটে গোল করেন তিনি। ডানদিকে ঝাঁপিয়েও বল আটকাতে পারেনি মালদ্বীপ গোলকিপার। ৩৪তম মিনিটে সতীর্থের পাস থেকে দারুণ দক্ষতায় বল জালে পাঠান মাসুরা। বিরতির আগে আরেক গোল দেয় গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।
ম্যাচের ৪০ মিনিটে গোলের জোড়া পূর্ণ করেন সাবিনা। মিডফিল্ডার মারিয়া মান্দার শট মালদ্বীপ গোলকিপার ফিরিয়ে দিলেও বিপদমুক্ত করতে পারেন নি। ফিরতি বল অনায়াসে জালে জড়ান সাবিনা। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল করতে পারে নি বাংলাদেশ।
আগামী ১০ সেপ্টেম্বর নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই গ্রুপের আরেক ম্যাচে আজ পাকিস্তানকে ৩-০ গোলে হারিয়েছে ভারত।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০