সাফ দলের ক্যাম্প, অনুর্ধ্ব-১৬ থেকেই জাতীয় দলে!

0
53

স্পোর্টস ডেস্ক:  আগামী বছরের সেপ্টেম্বরে এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবলের চূড়ান্ত পর্ব। বাফুফের যা কিছু অর্জন এই মহিলা ফুটবলেই। ইতোমধ্যেই এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের ফাইনাল রাউন্ডে উঠেছে বাংলাদেশ। ফুটবল ফেডারেশনের সব ব্যস্ততা এ দলকে নিয়েই। অথচ এরও ৮ মাস আগে অর্থাৎ চলতি বছরের ডিসেম্বরে ভারতে হবে মহিলা সাফ ফুটবল। অনূর্ধ্ব-১৪ ও অনূর্ধ্ব-১৬ দলের সাফল্যের পর সাফ মহিলা ফুটবল নিয়েও বাংলাদেশীদের আগ্রহ বেড়েছে।

অথচ সিনিয়র জাতীয় দল নিয়ে কেন জানি উদাসীনতা বাফুফের মহিলা কমিটির। আগ্রহ নেই অনূর্ধ্ব-১৯ দল নিয়েও। একটু ঘষামাজা করলে সাফেও সেমিফাইনাল বাধা টপকানো যেতে পারে জাতীয় দলকে দিয়ে এমনটা মনে করেন ফুটবল বোদ্ধারা।

অবশ্য শেষ পর্যন্ত সজাগ হয়েছে বাফুফের মহিলা কমিটির। সাফ দল গঠনে তৎপরতা শুরু হয়েছে। ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে ক্যাম্প। এখন হাতে মাত্র এক-দেড় মাস।

সূত্র মতে, সিনিয়র জাতীয় দল গঠনে ১১ ফুটবলারকে ক্যাম্পে ডাকা হয়েছে। জাতীয় দলের জন্য বাকি ফুটবলারদের অনূর্ধ্ব-১৬ থেকে নেয়া হবে।

ডাক পাওয়ারা হলেন গোলরক্ষক সাবিনা, স্ট্রাইকার সাবিনা, সুরাইয়া, রওশন, আয়েশা, লিপি, খালেদা, বিপাশা মালি, মাইনু, মুনমুন ও মিরোনা। সুইনু প্রু মারমা, তৃষ্ণা চাকমা ও অম্রা চিং মারমারা ডাক পাননি খেলা ছেড়ে সংসারি হওয়ায় ও পারফরম্যান্সের কারণে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০/১০৪

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here