স্পোর্টস ডেস্কঃ প্রথমবারের মতো মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের গল্পটা নেপালে লিখেছিল বাংলাদেশ। সেই নেপালেই মুকুট ধরে রাখার মিশনে নামবেন সাবিনা-কৃষ্ণারা। শনিবার অনুষ্ঠিত হয়েছে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ড্র। মুকুট ধরে রাখার মিশনে গ্রুপ পর্বে গতবারের প্রতিপক্ষদেরই পেল বাংলাদেশের মেয়েরা।
২০২২ সালের সেপ্টেম্বরে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথম শিরোপা জিতেছিল বাংলাদেশ। ওই ফাইনালে কৃষ্ণা রানী সরকার দুটি ও শামসুন্নাহার জুনিয়র একটি গোল করেছিলেন। দলীয় প্রাপ্তির পাশাপাশি ব্যক্তিগত অর্জনও মুঠোভরে পেয়েছিল বাংলাদেশের খেলোয়াড়েরা। ৮ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জয়ের পাশাপাশি প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ের মুকুটও জিতেছিলেন বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন। রুপনা চাকমা হয়েছিলেন সেরা গোলরক্ষক।
এদিকে গতবারের মতো এবারও ভারত ও পাকিস্তান ‘এ’ গ্রুপে আছে বাংলাদেশের সঙ্গে। ঢাকায় সাফের কংগ্রেসে শনিবার হয়ে গেল ড্র। ‘বি’ গ্রুপে স্বাগতিক নেপালের সঙ্গে আছে শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভুটান। গত আসরে গ্রুপ পর্বের দেখায় ভারত ও পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। পাকিস্তানকে ৬-০ গোলে উড়িয়ে দেওয়ার পর ভারতের বিপক্ষে সাবিনা-সানজিদারা জিতেছিলেন ৩-০ ব্যবধানে। এবারও দুই গ্রুপের সেরা চার দল যাবে সেমি-ফাইনালে। ‘এ’ গ্রুপ তিন দলের হওয়ায় বাংলাদেশের সেমির রাস্তা সহজই বলা যায়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post