নিজস্ব প্রতিবেদক: ২শ৯ রান টার্গেটে স্বাগিতক বাংলাদেশের বিপক্ষে ব্যাটিং করছে আফগানিস্তান। সাবধানী ব্যাটিংয়ে জয়ের দিকে এগিয়ে যাচ্ছে দলটি। দলীয় ৬৩ রানে চতুর্থ উইকেটের পর আর কোন উকেট হারাচ্ছে না সফরকারীরা।
চতুর্থ উইকেট হারানোর পঞ্চম উইকেট জুটিটা এগিয়ে যাচ্ছে জয়ের দিকে। ৩২.৫ ওবারে আফগানদের সংগ্রহ ১শ৩৪ রান। মোহাম্মদ নবী ও স্ট্রানিকজাই ৭১ রানের পার্টনারশীপ গড়ে সাবলীল ভাবে খেলে চলছেন বাংলাদেশের বোলাদের।
আফগানদের ইনিংসের ১৫.১ ওভারে ৬৩ রানে সর্বশেষ উইকেটটি পতনের পর আর কোন উইকেট হারায়নি সফরকারী। বাংলাদেশের বোলাররা এখন কেবল এই জুটি ভাঙার অপেক্ষায় আছেন।
চারটি উইকেটে মধ্যে সাকিব ৩টি, মোসাদ্দেক একটি করে উইকেট লাভ করেছেন।
মিরপুরের গ্যালারী আফগানদের উইকেট পতনের অপেক্ষায়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০