স্পোর্টস ডেস্কঃ ইউএস ওপেনে মহিলাদের সিঙ্গেলসে ফাইনালে এরিনা সাবালেঙ্কাকে হারিয়ে শিরোপা জিতলেন কোকো গফ। সেরেনা উইলিয়ামসের পর তিনি সর্বকনিষ্ঠ খেলোয়াড় যার হাতে এই শিরোপা উঠল। এটি তাঁর ক্যারিয়ারের প্রথম ইউএস ওপেনের শিরোপা।
বিশ্বের এক নম্বর ও মহিলা সিঙ্গেলসের দু’নম্বর টেনিস খেলোয়াড় সাবালেঙ্কাকে প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যাম জিতলেন গফ। যদিও ফাইনালে প্রথম সেট হেরে বসেন এই মার্কিন তরুণী। আগ্রাসী রূপ ধরে রেখেই প্রথম সেটে গফকে রীতিমতো উড়িয়ে দেন সাবালেঙ্কা। কিন্তু লড়াকু গফ ফিরে আসেন দারুণভাবে।
গফ পাল্টা আঘাতে উড়িয়ে দিলেন দ্বিতীয় বাছাই বেলারুশিয়ান প্রতিপক্ষ সাবালেঙ্কাকে। ২-১ সেটে তাঁকে হারিয়ে জিতে নিয়েছেন নিজের প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপাও। আর্থার অ্যাশ স্টেডিয়ামে শনিবারের ফাইনাল হয়েছে দু’ঘণ্টা ছয় মিনিট ধরে। ২-৬, ৬-৩ ও ৬-৩ গেমে জিতে শিরোপা উৎসব করেছেন ১৯ বছরের গফ।
সেরেনা উইলিয়ামসের পর প্রথম মার্কিন টিনএজার হিসেবে ইউএস ওপেন জয়ের কীর্তিও এখন গফের নামের পাশে। আর দারুণ এই রেকর্ড গড়ে তিনি একটু বেশি উচ্ছ্বসিত। গফ বলেন, ‘আমি এ মুহূর্তে স্তব্ধ। আমার মনে হচ্ছে, সৃষ্টিকর্তা আমাকে কষ্টের ভেতর দিয়ে এটি দিয়েছেন। হয়তো অর্জনটাকে আরও মধুর করার জন্য। আমি কৃতজ্ঞ। এই অনুভূতি ব্যক্ত করার কোনো ভাষা নেই।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০