সাবেক ক্রিকেটার মিজানুরের কুলখানি অনুষ্ঠিত

0
86

নিজস্ব প্রতিবেদক: সাবেক ক্রিকেটার, সিলেট টাইগার্স ক্রিকেট সেন্টারের সাপোর্টস কর্মকর্তা মিজানুর রহমানের কুলখানি অনুষ্টিত হয়েছে।

সোমবার আম্বরখানা হাউজিং এস্টেট ফরিদাবাদস্থ মিজানুর রহমানের বাসায় দুপুরে কুলখানি অনুষ্ঠিত হয়। এতে ক্রিকেট বোর্ডের জেলা মারুফ হাসান সহ সাবেক ক্রিকেটার, ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলনে।

উল্লেখ্য, সাবেক ক্রিকেটার মিজানুর রহমান শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শনিবার বাদ জোহর জানাযা শেষে তার মরদেহ দাফন করা হয়।

অবিবাহিত মিজানুর মৃত্যুকালে ৮ ভাই ও ১ বোন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি সিলেট নগরের আম্বরখানা হাউজিং এস্টেট ফরিদ বাগের মৃত ফজলুর রহমানের ছেলে।

মিজানুর রহমান রাজা জিসি হাই স্কুলের হয়ে স্কুল ক্রিকেট, হকি ও ফুটবল টিমে খেলেছেন। সিলেটের স্টার্স ইউনাইটেড ক্লাব, ইলেভেন স্টার্স ক্লাবের হয়ে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে খেলেছেন।

জাকির স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টে সিলেট টাইগার্স ক্রিকেট সেন্টারের ক্রিকেট দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here