সাবেক ক্রিকেটার মিশু না ফেরার দেশে

0
149

নিজস্ব প্রতিবেদক:: সিলেটের সাবেক ক্রিকেটার, ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, গ্লোবাল সিলেট ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের উপদেষ্টা, নজরুল একাডেমির সাবেক সাধারণ সম্পাদক, সিলেট নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমেদ চৌধুরী মিশু আর নেই (ইন্না…রাজিউন)।

আজ শনিবার ভোর রাতে সিলেট নগরের রায়নগরস্থ নিজ বাসায় তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরিবারের লোকজন হাসপাতলে নিয়ে গেলে চিকিৎসকরা বাঁচাতে পারেননি। মৃত্যুকালে এই ক্রীড়া সংগঠকের বয়স হয়ে ছিলো ৫৫ বছর।

স্ত্রী, এক ছেলে, আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন সাবেক এই ক্রিকেটার। সিলেটের নাট্য জগতেও ছিলো তাঁর সরব উপস্থিতিতে। তার মৃত্যুতে শোকের ছাঁয়া নেমেছে সিলেটের ক্রীড়াঙ্গণ ও নাট্যঙ্গনে।

আজ শনিবার বাদ মাগরিব হযরত শাহজালাল (রহ,) মাজার প্রাঙ্গনে জানাযা শেষে দাফণ করা হবে সাবেক এই ক্রীড়া সংঠককে। পরিবারের পক্ষ থেকে জানাযায় সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here