স্পোর্টস ডেস্কঃ উইম্বলডনে নতুন ইতিহাস গড়েছেন কাজাখস্তানের খেলোয়াড় এলেনা রিবাকিনা। দেশটির ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে ওঠেছেন তিনি। আর ফাইনালে ওঠার পথে হারিয়েছেন উইম্বলডনের সাবেক চ্যাম্পিয়ন সিমোনা হালেপকে। যিনি কিনা টানা পাঁচ ম্যাচে জিতে ওঠেছিলেন সেমি ফাইনালে।
বৃহস্পতিবার অল ইংল্যান্ড ক্লাবে অনুষ্ঠিত সেমি ফাইনালে দুই বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী হালেপকে ৬-৩, ৬-৩ গেমে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন রিবাকিনা। এর আগে কাজাখস্তানের প্রথম খেলোয়াড় হিসেবে সেমি ফাইনালে ওঠে গড়েছিলেন ইতিহাস। এবার সেই ইতিহাস নিয়ে গেলেন আরও এক ধাপ ওপরে। এবার দেখার বিষয়, সেটিকে শিরোপা দিয়ে রাঙিয়ে নিতে পারেন কিনা।
ফাইনালে রিবাকিনার প্রতিপক্ষ তিউনিশিয়ার ওন্স জাবের। অপর সেমি ফাইনালে জাবের ৬-২, ৩-৬ ও ৬-১ ব্যবধানে হারিয়েছেন জার্মানির টাটিয়ানা মারিয়াকে। আর এতে টেনিসের উন্মুক্ত যুগের ইতিহাসে প্রথম আরব খেলোয়াড় হিসেবে কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে ওঠলেন তিনি।
রিবাকিনা ও জাবেরের মধ্যকার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে শনিবার। দুজনের সামনেই ক্যারিয়ারের প্রথম শিরোপা জেতার সুযোগ। এবার দেখার পালা কার হাতে ওঠে উইম্বলডনের চ্যাম্পিয়নশিপ শিরোপা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা