Sunday, April 2, 2023
Homeসাবেক চ্যাম্পিয়নদের বিদায় করে সুপার টুয়েলভে আয়ারল্যান্ড

সাবেক চ্যাম্পিয়নদের বিদায় করে সুপার টুয়েলভে আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্ক:: টি-২০ বিশ্বকাপের শিরোপা জেতা দলটিই এবার পারলো না সুপার টুয়েলভ নিশ্চিত করতে। ওয়েস্টইন্ডিজকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপে সুপার টুয়েলভে জায়গা করে নিলো আয়ারল্যান্ড। ৯ উইকেটের বড় ব্যবধানে ক্যারিবিয়ানদের হারিয়েছে আইরিশরা।

আগে ব্যাট করা ওয়েস্ট ইন্ডিজ ব্রেন্ডন কিংয়ের ব্যাটে মাত্র ১৪৬ রান তুলেছিলো। জবাবে খেলতে নামা আয়ারল্যান্ড ১৫ বল হাতে রেখে এক উইকেট হারিয়ে ১৫২ রান তুলে সুপার টুয়েলভ নিশ্চিত করে।

১৪৭ রানের টার্গেটে খেলতে নামা আয়ারল্যান্ড দুই ওপেনার পল স্টার্লিং ও অধিনায়ক এন্ড্রি বার্লবিনির ব্যাটেই জয়ের পথ পরিস্কার করে ফেলে। দু’জনে উদ্বোধনী জুটিতেই তুলে নেন ৭৩ রান। এরপর ওপেনার বার্লবিনির বিদায়ে একমাত্র উইকেটটি হারায় আইরিশরা। তিনটি করে চার ও ছক্কায় ২৩ বলে ৩৭ রান করেন তিনি।

ওপেনার পল স্টার্লিং দুর্দান্ত ফিফটি হাঁকিয়ে অপরাজিত থাকেন। ছয় চার ও দুই ছয়ে ৪৮ বলে ৬৬ রানের ঝলমলে এক ইনিংস খেলে দলকে সুপার টুয়েলভে তুলেন তিনি। দুটি করে চার ও ছক্কায় ৩৫ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন লরকান টাকার।

ক্যারিবিয়ানদের হয়ে আকেল হোসেন ১টি উইকেট লাভ করেন।

শুক্রবার দিনের প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৪৬ রান তুলতে পেরেছে। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৬২ রান করেছেন ব্রেন্ডন কিং। ৪৮ বলে ছয় চার ও এক ছক্কায় সাজানো ছিলো তার ইনিংসটি।

জসন চার্লস করেছেন ২৪ রান। ১৮ বলের ইনিংসে তিনটি চার ও একটি ছক্কা হাঁকিয়েছেন তিনি। ওডেন স্মিত ১২ বলে করেছেন ১৯ রান। এছাড়া ক্যারিবিয়ানদের আর কোনো ব্যাটার তেমন রানের দেখা পাননি।

আয়ারল্যান্ডের হয়ে ডেনলি ৩টি উইকেট লাভ করেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর

Recent Comments