স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কোচিং প্যানেলে পরিবর্তন এনেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। নতুন সহকারী কোচ এবং ফিল্ডিং কোচ নিয়োগ দিয়েছে কেকেআর। আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
নতুন সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন জেমস ফস্টার। যিনি কিনা আগে দলটির ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেছেন। ফস্টারের প্রধান কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। তিনি খুলনার কোচ ছিলেন এক মৌসুম।
এদিকে ফস্টারের পদোন্নতিতে খালি হয় ফিল্ডিং কোচের পদ। সেখানে নতুন হিসেবে যুক্ত হয়েছেন রায়ান টেন ডেসকাট। নেদারল্যান্ডসের সাবেক এই তারকা ক্রিকেটার খেলেছেন কেকেআরের হয়েছে। কলকাতা যে দুই বার ২০১২ ও ২০১৪ সালে জিতেছে শিরোপা, সেই দুই আসরে দলের অন্যতম সদস্য ছিলেন ডেসকাট।
গেল বছরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন ডেসকাট। ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন খেলেছেন, সেখান থেকেও বিদায় নিয়েছেন। এবার কোচিং পেশায় যুক্ত হয়েছেন। দীর্ঘদিনের ক্রিকেট অভিজ্ঞতা কাজে লাগাতে চাইবেন, সেটা বলার অপেক্ষা রাখে না। শুধুমাত্র আইপিএল নয়ই, ৪২ বছর বয়সী ডেসকাট নতুন লিগ আরব আমিরাতের আইএলটি-টোয়েন্টিতে কেকেআরের ফ্র্যাঞ্চাইজির সহকারী কোচের দায়িত্ব পালন করবেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা