স্পোর্টস ডেস্কঃ চ্যাম্পিয়ন্স লিগে ‘ডি’ গ্রুপের খেলায় প্রথমার্ধে তিন গোল হজম করে ইন্টার মিলান। বুধবার রাতে বিরতির আগেই তিন গোল দিয়ে ইতালির ক্লাবটির ফেরার আশা অনেকটাই শেষ করে দেয় স্বাগতিক বেনফিকা। তবে সেখান থেকে আবার ঘুরে দাঁড়িয়েছে ইন্টার। দুর্দান্ত কামব্যাক করলেও ড্র নিয়েই শেষমেশ মাঠ ছাড়তে হয় তাদের।
নিজেদের মাঠে ইন্টার মিলানকে বড় পরীক্ষাতেই ফেলেছে বেনফিকা। বিশেষ করে পর্তুগিজ মিডফিল্ডার জোয়াও মারিও, যিনি ২০১৬ থেকে ২০২১ পর্যন্ত ইন্টারেরই খেলোয়াড় ছিলেন। তিনি তাঁর সাবেক দলের বিপক্ষে ৫ মিনিটে প্রথম, ১৩ মিনিটে দ্বিতীয় আর ৩৪ মিনিটে হ্যাটট্রিক গোলই তুলে নিয়েছেন। প্রথমার্ধে তিন গোলে পিছিয়েই বিরতিতে যায় ইন্টার।
দ্বিতীয়ার্ধে ইতালিয়ান ক্লাবটিও তিন গোল তুলে নেয়। গোল করেন আরনতোভিচ, ফ্রাত্তেসি ও অ্যালেক্সি সানচেজ। এদিকে ইন্টার গত রাতে বেনফিকার মাঠে নেমেছিল আগেই শেষ ষোলো নিশ্চিত করে। বিপরীতে প্রথম চার ম্যাচের চারটিতেই হেরে বেনফিকারও গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে আগেই।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post