স্পোর্টস ডেস্ক:: বিরাট কোহলি, রোহিত শর্মাদের প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছেন ভারতের সাবেক পেসার অঝিত আগারকার। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই সাবেক এই ক্রিকেটারকে প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দিলো।
ভারতীয় ক্রিকেট বোর্ডের ক্রিকেট বিষয়ক উপদেষ্টা কমিটি (সিএসি)’র সুপারশে সাবেক এই পেসারকে নিয়োগ দেওয়া হলো। বেক ক্রিকেটার অশোক মালহোত্রা, যতীন পরাঞ্জাপে ও সুলক্ষণা নায়েকের সমন্বয়ে গঠিত এই উপদেষ্টা কমিটি প্রধান নির্বাচক হিসেবে আগারকারের সাক্ষাৎকার নিয়েছিলেন।
সাবেক এই পেসার ভারতের হয়ে ১৯১টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। ৪ টি-২০’র সাথে আচে ২৬টি টেস্ট ম্যাচও। খেলেছেন তিনটি ওয়ানডে বিশ্বকাপও। ১৯৯৯, ২০০৩ ও ২০০৭ সালে ওয়ানডে বিশ্বকাপ ছাড়াও খেলেছেন টি-২০ বিশ্বকাপ। ২০০৭ টি-২০ বিশ্বকাপ জয়ী দলের সদস্য তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০