সাবেক ফুটবলারকে নতুন ক্রীড়া পরিচালক নিয়োগ দিলো বার্সেলোনা

0
74

স্পোর্টস ডেস্ক:: বার্সার জার্সিতে খেলেছেন। প্রিয় ক্লাবে আবারো ফিরলেন। নতুন পরিচয়ে পুরনো ঠিকানায় ফিরেছেন বার্সার সাবেক মিডফিল্ডার দেকো। বার্সেলোনা তাকে ক্রীড়া পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে।

পর্তুগিজ এই ফুটবলার ব্রাজিলিয়ান বংশোদ্ভুত। বার্সার জার্সিতে খেলেছেন খেলোয়াড়ী জীবনে। সেই তিনি আবারো ফিরলেন বার্সা। এবার ভূমিকা ভিন্ন। লা লিগার চ্যাম্পিয়নরা তাকে দিয়েছে ক্রীড়া পরিচালকের দায়িত্ব।

আগামি তিন বছর বার্সার ক্রীড়া পরিচালকের দায়িত্ব পালন করবেন দেকো। খেলোয়াড় হিসেবে ২০০৪ সালে পোর্তো থেকে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন দেকো। বার্সার জার্সিতে চার মৌসুম খেলেন। দু’বার জিতেন লা লিগা, একবার জিতেন চ্যাম্পিয়ন্স লিগ শিরােপাও।

১ সেপ্টেম্বর বন্ধ হবে গ্রীষ্মের ট্রান্সফার উইন্ডো। এরপরই বার্সার ডিরেক্টর অব ফুটবল মাতেও আলেমানি দায়িত্ব ছাড়বেন। একই সঙ্গে দায়িত্ব ছাড়বেন ক্রীড়া পরিচালক জর্ডি ক্রুইফ। এরপরই দায়িত্ব নেবেন দেকো।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here