স্পোর্টস ডেস্কঃ ক্রিস্তোফার গালতিয়ের অধীনে ফ্রান্সের শীর্ষ লিগে চতুর্থ শিরোপা জেতা দল লিল। ২০২১ সালে ক্লাবটি পিএসজির মতো শক্তিশালী দলকে ছাপিয়ে ফ্রেঞ্চ লিগের শিরোপা জিতেছিল। এবার সেই দলে যোগ দিলেন সাবেক বার্সেলোনা ডিফেন্ডার স্যামুয়েল উমতিতি।
এ মাসের শুরুতে ২৯ বছর বয়সী উমতিতির সাথে বার্সেলোনার চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। ২০১৬ সালে বার্সায় যোগ দেবার আগে অলিম্পিক লিঁওতে খেলতেন এই ডিফেন্ডার। ২০১৮ ও ২০১৯ সালে কাতালান ক্লাবের হয়ে দুটি লা লিগা শিরোপা জয়ী ফুটবলার উমতিতি।
২০১৮ বিশ্বকাপ জেতা উমতিতি নতুন ক্লাবে যোগদান প্রসঙ্গে বিবৃতিতে বলেছেন, ‘ফ্রান্সে ফিরে এসে যৌক্তিকভাবে আমি মনে করেছিলাম লিঁওতে যোগ দিব। কিন্তু শেষ পর্যন্ত যে দল আমাকে পছন্দ করেছে তাদের পক্ষেই চুক্তি করেছি।’
ক্যামেরুনে জন্ম নেয়া উমতিতি ২০১৮ সালে বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের নায়ক ছিলেন। সেমিফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে একমাত্র গোলটি তিনি করেছিলেন। বিশ্বকাপ শেষের পর চার বছর ইনজুরির সাথে পাল্লা দিয়ে তিনি গত মৌসুমে ইতালিয়ান ক্লাব লিসের হয়ে ধারে ২৫ ম্যাচ খেলেছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post