স্পোর্টস ডেস্কঃ সাবেক বেলজিয়াম কোচ রবার্ত মার্টিনেজকে নতুন কোচ ঘোষণা করেছে পর্তুগাল। এফপিএফ-এর সভাপতি ফার্নান্দো গোমেস এক সংবাদ সম্মেলনে নতুন কোচকে পাশে নিয়ে বলেন, ‘যে উদ্যম ও উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে তিনি (মার্টিনেজ) আমন্ত্রণ গ্রহণ করেছেন, আমি তার প্রশংসা করছি। এটা আমাদের জাতীয় দলের জন্য একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত।’
কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে মরোক্কার কাছে হারের পর পর্তুগিজ কোচের পদ থেকে সরে দাঁড়ান ফার্নান্দো সান্তোস। এদিকে পর্তুগিজদের দায়িত্ব পেয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে ৪৯ বছর বয়সী স্প্যানিশ কোচ মার্টিনেজ বলেন, ‘বিশ্বের অন্যতম প্রতিভাবান একটি দলের প্রতিনিধিত্ব করতে পেরে আমি আনন্দিত। আমি বুঝতে পারছি যে অনেক প্রত্যাশা রয়েছে… তবে আমি এটাও বুঝি যে অনেক বড় একটি দল রয়েছে এবং একসঙ্গে আমরা আমাদের লক্ষ্য অর্জন করব।’
এর আগে ২০১৬ সালে বেলজিয়ামের কোচের দায়িত্ব নেন মার্টিনেজ। তবে এবার কাতার বিশ্বকাপ শেষের পর দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর আগাম ঘোষণা দিয়ে রেখেছিলেন তিনি। এমনকি বেলজিয়াম বিশ্ব চ্যাম্পিয়ন হলেও ছয় বছরের সম্পর্ক ছিন্ন করে দেবেন, এমনটা বলেছিলেন মার্টিনেজ।
এদিকে কাতার বিশ্বকাপে মরক্কোর কাছে কোয়ার্টার-ফাইনালে হারে পর্তুগিজরা। ফলে সান্তোসকেও সরে যেতে হয়। সেই থেকে পর্তুগালও ছিল কোচের খোঁজে। ২০১৪ সালে দায়িত্ব নেওয়ার পর সান্তোসের কোচিংয়ে নিজেদের ইতিহাসে সেরা সাফল্য পায় পর্তুগাল। ২০১৬ সালে ইউরো চ্যাম্পিয়নশিপ ও উয়েফা নেশন্স লিগের ২০১৮-১৯ মৌসুমের শিরোপা জেতে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০