সাব্বির রহমানকে ‘সতর্ক’ করলো বিসিবি

0
42

স্পোর্টস ডেস্ক: আসিসির কোড অব কন্ডাক্ট ভাঙার অপরাধে বড় শাস্তির মুখে রয়েছেন সাব্বির রহমান। আর মাত্র এক রেটিং পয়েন্ট পেলেই নিষিদ্ধ থাকতে দু’টি ম্যাচ। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে সাব্বির রহমানকে।

মাঠে নিজের আবেগ, উচ্ছ্বাস নিয়ন্ত্রণে আর নিজ দায়িত্বকে মনে রাখতে টিম ম্যানেজমেন্ট মারমুখী ব্যাটসম্যান সাব্বিরকে কড়া সতর্ক বাণি শুনিয়েছে। সেই সাথে তাকে আসিসির কোড অব কন্ডাক্ট ভঙ্গ করার ফলাফল সম্বন্ধেও অবগত করা হয়েছে।

সাব্বির রহমান আফগানিস্তান সিরিজি-ইংল্যান্ড সিরিজে ২ সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মত আইসিসির শাস্তি পেয়েছেন। ২২ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম চালু হবার পর থেকে এমন শাস্তি পেতে হল সাব্বির রহমানকে। সাব্বির ও ভারতের রবীন্দ্র জাদেযা ইতোমধ্যেই তিনটি ‘ডিমেরিট’ পয়েন্ট পেয়েছেন। আরেকটি ‘ডিমেরিট’ পয়েন্ট পেলে দুইটি ম্যাচে নিষিদ্ধ হবেন সাব্বির।

বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন সাব্বিরকে ইতোমধ্যেই সতর্ক করে দেওয়া হয়েছে এবং তাকে শাস্তি সম্পর্কেও অবগত করা হয়েছে।

খালেদ মাহমুদ সুজন বলেন, “সাব্বিরকে আমরা সতর্ক করে দিয়েছি, তার সাথে ম্যানেজমেন্টের অনেকেই কথা বলেছে। সে তার নিজের জায়গা থেকে জানে সে কোন পরিস্থিতিতে আছে। তবে আমি বিশ্বাস করি, সে এই ব্যাপারটি মাথায় রাখবে। গত ম্যাচে যেই কাহিনী হয়েছে সেটির পর সে অবশ্যই এই ব্যাপারটি নিয়ে ভাববে। উল্লাস করতে সমস্যা নেই, কিন্তু একটু লিমিটের মধ্যে থেকে সেটি করতে হবে।”

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/ক্রি/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here