নিজস্ব প্রতিবেদকঃ সামনেই বিশ্বকাপ। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে অনুষ্ঠিত হবে ভারতে। যেখানে দারুণ ফর্মে থাকা বাংলাদেশের সম্ভাবনা বেশ উজ্জ্বল। ঠিক সেই সময়ই টাইগারদের কোচ পদে এসেছে রদবদল। প্রধান কোচ হিসেবে চলে গেছেন রাসেল ডোমিঙ্গো। সেই জায়গায় ফিরে এসেছেন চন্ডিকা হাথুরুসিংহে।
২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিন বছর বাংলাদেশ দলের সাথে কাজ করেছেন হাথুরুসিংহে। যার ফলে এটি হতে যাচ্ছে হাথুরুর দ্বিতীয় মেয়াদ। প্রথমবার চলে যাওয়ার পরও নিয়মিতই এদেশের ক্রিকেটকে অনুসরণ করতে। এই লঙ্কান কোচকে বেশ কয়েকবার ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছিল। তবে তিনি আসেননি।
কিন্তু শেষবার অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে হাথুরুসিংহেকে আবারও প্রস্তাব দেওয়া হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনসহ বেশ কয়েকজন বোর্ড পরিচালক-কর্তাও উপস্থিত ছিলেন সেখানে। আর সেই প্রস্তাবেই সাড়া দিয়েছেন হাথুরু। জানিয়েছেন বাংলাদেশে আসার এটিই উপযুক্ত সময় ছিল।
হাথুরুসিংহে বলেন, ‘আমি যাওয়ার পরও বাংলাদেশের ক্রিকেটকে অনুসরণ করেছি। বিভিন্ন সময় ও পরিস্থিতিতে আমার সাথে অনেক খেলোয়াড়-কর্মকর্তার যোগাযোগ হয়েছে। বাংলাদেশের ক্রিকেট সব সময়ই ‘সফট কর্ণারে’ ছিল। কেননা সেটা ছিল আমার প্রথম আন্তর্জাতিক কাজ। মাথায় সবসময়ই ছিল আবার বাংলাদেশে ফিরব। তবে এতো দ্রুত ফিরব, ভাবতে পারিনি।’
৫৪ বছর বয়সী এই কোচ আরও বলেন, ‘(টি-টোয়েন্টি) বিশ্বকাপ চলাকালীন (বিসিবি) সভাপতি এবং কিছু অফিসিয়ালদের সাথে বৈঠক হয়েছে। সেখানে আলোচনা হয়েছিল বেশ কিছু বিষয় নিয়ে। ভেবেছি এখনই সেরা সময় ফেরার। ২০২৩ সালে ৫০ ওভারের বিশ্বকাপ আছে। নিউ সাউথ ওয়েলসের হয়ে মৌসুম শেষ করে ফিরলে, দেরী হতে পারে। তাই বিগ ব্যাশ শেষ হওয়ার সাথে সাথেই আমি সিদ্ধান্ত নিয়েছি, এখনই বাংলাদেশে ফেরার ভালো সময়।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা