স্পোর্টস ডেস্কঃ শেষের রোমাঞ্চে রাজস্থান রয়্যালসকে হারাল সানরাইজার্স হায়দ্রাবাদ। রোববার পাহাড়সম লক্ষ্য তাড়ায় ৪ উইকেটে জিতেছে ২০১৬ আসরের চ্যাম্পিয়নরা। আগে ব্যাট করে ২১৪ রানের পাহাড় গড়ে রাজস্থান। জবাব দিতে নেমে শেষ ওভারের রোমাঞ্চে জয় পেয়েছে অ্যাইডেন মার্করামের দল।
২১৫ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে আনমলপ্রীত সিং, অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠি, হেনরিখ ক্লাসেন, গ্লেন ফিলিপসের ব্যাটে জয় পায় হায়দ্রাবাদ। যদিও ম্যাচের নাটাই ছিল রাজস্থানের হাতে। শেষ ওভারে জিততে ১৭ রান দরকার হায়দ্রাবাদের। বোলার সন্দ্বীপ শর্মার করা শেষ ওভারে জিতেও জেতা হলো না রাজস্থানের।
শেষ বলে যখন ৫ রান লাগত, তখন লং অনে ক্যাচ তুলে দেন সামাদ। ম্যাচ জিতে যায় রাজস্থান। কিন্তু থার্ড আম্পায়ার নো-বল কর করেন। রিপ্লেতে দেখা যায় ওভার স্টেপ করেছেন বোলার সন্দ্বীপ। পরে ফ্রি হিটে ছক্কা হাঁকিয়ে হায়দ্রাবাদকে আসরের চতুর্থ জয়ের স্বাদ এনে দেন সামাদ।
টস জিতে আগে ব্যাট করতে নেমে জসশ্বী জয়সাওয়াল ও জস বাটলারের ব্যাটে দারুণ শুরু পায় রাজস্থান। ১৮ বলে ৩৫ রানের ইনিংস খেলে ফিরে যান জয়সাওয়াল। তাঁর ইনিংসে ছিল ৫ চার ও ২ ছক্কা। দলীয় ৫৪ রানে প্রথম উইকেট হারালেও বাটলার ও অধিনায়ক সানজু স্যামসন ১৩৬ রান যোগ করেন।
বাটলার মাত্র ৫৯ বল খেলে ৯৫ রানের ইনিংস খেলেন। ১০টি চার ও চারটি ছক্কার শট খেলেন এই ডানহাতি। সানজুর ব্যাট থেকে আসে হার না মানা ৬৬ রানের ইনিংস। তিনি ৩৮ বল খেলে চারটি চার ও পাঁচটি ছক্কা মারেন। জবাবে হায়দ্রাবাদও পায় দারুণ শুরু।
২৫ বলে ৩৩ রান করে ফিরে যান দলটির ইমপ্যাক্ট প্লেয়ার আনমলপ্রীত। ১ ছক্কা ও ৪ চারে ইনিংসটি সাজান তিনি। ৩৪ বলে ৫৫ রান করে ফেরেন অভিষেক। তাঁর ইনিংসে ছিল ৫ চার ও ২ ছক্কা। এরপর ১২ বলে ২টি করে ছক্কা ও চারে ২৬ রানের ক্যামিও খেলে ফিরে যান ক্লাসেন।
তিনে নামা ত্রিপাঠি খেলেন ২৯ বলে ৪৭ রানের ইনিংস। ৩ ছক্কা ও ২ চার ছিল এই ডানহাতির ব্যাটে। অধিনায়ক মার্করাম ৬ রানে ফিরে গেলে চাপে পড়ে হায়দ্রাবাদ। শেষদিকে ৭ বলে ২৫ রানের আরেকটি ক্যামিও খেলেন গ্লেন ফিলিপস। ৩ ছক্কায় ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এই ব্যাটার। ৭ বলে ১৭ রানের ক্যামিও ইনিংস খেলেন সামাদ। রাজস্থানের হয়ে ২৯ রান খরচায় চার উইকেট নেন যুবেন্দ্র চাহাল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post