স্পোর্টস ডেস্কঃ সৌদি আরবের ক্লাব আল আহলির কোচের দায়িত্ব নিলেন মাথিয়াস জাইসলে। ৩৫ বছর বয়সী এই জার্মান এর আগে সালজবার্গের কোচের দায়িত্বে ছিলেন। আল আহলিতে তিনি খেলোয়াড় হিসেবে পাচ্ছেন রিয়াদ মাহরেজ-রবার্ত ফিরমিনোর মত তারকাদের।
আলজেরিয়ান ফরোয়ার্ড মাহরেজের নতুন ঠিকানা আল আহলি। নতুন ক্লাবে তিনি সতীর্থ হিসেবে পাবেন এদুয়ার্দ মেন্দি ও রবার্ত ফিরমিনোকে। কদিন আগে চেলসি ছেড়ে এই ক্লাবে যোগ দিয়েছেন সেনেগালের গোলকিপার মেন্দি ও লিভারপুল ছেড়ে যাওয়া ফিরমিনো।
চার বছরের জন্য নতুন ঠিকানা আল আহলিতে যোগ দিয়েছেন মাহরেজ। এদিকে কোচ জাইসলে সালজবার্গে দারুণ সাফল্যের পর তিক্ততায় সম্পর্কের ইতি টেনে আল আহলির দায়িত্ব নিলেন। জানা গেছে ২০২৫ সাল পর্যন্ত ক্লাবটির সঙ্গে চুক্তি ছিল জাইসলের।
কিন্তু আল আহলির প্রস্তাব পেয়ে অস্ট্রিয়ান ক্লাবটিকে জাইসলে অনুরোধ করেন তাকে ছেড়ে দিতে। আর শেষ পর্যন্ত ছাড়া পেয়ে তিনি নাম লেখান সৌদির ফুটবলে। এর আগে তিনি ২০২১ সালে মাত্র ৩৩ বছর বয়সে সালজবার্গের কোচের দায়িত্ব নেন। প্রথম মৌসুমেই তার কোচিংয়ে অস্ট্রিয়ার ঘরোয়া ডাবল জিতে নেয় দলটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post