স্পোর্টস ডেস্ক:: মোহাম্মদ সালাহদের লিভারপুলের জয়রথ থামালো। টানা চার জয়ের পর হারের স্বাদ নিলো দলটি। ব্রেন্টফোর্ড দারুণ এক জয় তুলে নিয়েছে ইয়ুর্গের ক্লপের দল বিপক্ষে। লিভারপুলকে হারিয়ে চমকে দেওয়া দলটি বাঁচিয়ে রাখলো শেষ চারের আশাও।
রাতের ম্যাচে সালাহ-নুনেসরা তেমন কোনো প্রতিরোধই গড়তে পারেননি। ৩-১ গোলের ব্যবধানে জয় তুলে নিয়েছে প্রতিপক্ষরা।
বল দখলের লড়াইয়ে লিভারপুল এগিয়ে থাকলেও গোল দেওয়ার কাজে ছিলো পিছিয়ে। প্রথমার্ধে দুই গোল হজম করা সালাহরা দ্বিতীয়ার্ধে এক গোল পরিশোধও করে। তবে শেষ দিকে আরেক গোল হজমে হার হয়ে যায় ৩-১ গোলের।
ম্যাচের ১৯তম মিনিটেই নিজেদের ভুলে পিছিয়ে পড়ে লিভারপুল। ইব্রাহিমা কোনাতে বল পাঠিয়ে দেন নিজেদের জালে। শুরুর কুড়ি মিনিটের মধ্যেই তাই ব্রেন্টফোর্ড এগিয়ে যায় ১-০ গোলে। প্রতিপক্ষের উপহারে লিড নেওয়া ব্রেন্টফোর্ড ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান বাড়িয়ে নেয়। ৪২তম মিনিটে ইয়োনে উইসার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় দলটি। পিছিয়ে থেকেই তাই বিরতিতে যেতে হয় লিভারপুলকে।
দ্বিতীয়ার্ধে খেলা শুরু হলে ম্যাচে ফেরার চেষ্টা করে ক্লপের দল। ম্যাচের ৫০তম মিনিটে অ্যালেক্স অক্সলেড-চেম্বারলেনের গোলে ব্যবধানও কমায় দলটি। ইংলিশ এই তারকা ব্যবধান করেন ২-১। তবে হার এড়াতে পারেনি দলটি।
ম্যাচের শেষ দিকে ব্রায়ান এমবেউমো লিভারপুলের কফিনে শেষ পেরেক ঠুকে দেন। ৮৪তম মিনিটে তার গোলেই ব্রেন্টফোর্ড এগিয়ে যায় ৩-১ ব্যবধানে। মোহাম্মদ সালাহরা ব্যবধান আর কমাতে পারেননি। তাই হার নিয়েই মাঠ ছাড়েন।
১৭ ম্যাচে আট জয়, চার ‘ড্র’ আর পাঁচ হারে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে আছে লিভারপুল। ১৮ ম্যাচে ছয় জয়, আট ‘ড্র’ আর চার হারে ২৬ পয়েন্ট নিয়ে সাতে আছে ব্রেন্টফোর্ড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post