সালাহর তিন, ফিরমিনোর দুই গোলে লিভারপুলের সাত গোল

0
97

স্পোর্টস ডেস্ক:: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রীতিমতো গোল উৎসব করলো লিভারপুল। মোহাম্মদ সালাহার তিন গোল রবার্তো ফিরমিনির জোড়া গোলে রেঞ্জার্সকে লিভারপুল উড়িয়ে দিয়েছে ৭-১ ব্যবধানে।

লিভারপুলের এক পর এক আক্রমণে কোণঠাসা রেঞ্জার্স রীতিমতো অসহায় ছিলো। আট গোলের ম্যাচটির প্রথমার্ধে এসেছে মাত্র দুই গোল। দ্বিতীয়ার্ধে ভয়ঙ্কর হয়ে উঠা লিভারপুল গুণে গুণে আরো ছয়টি গোল আদায় করে নেয়।

অথচ ম্যাচের শুরুতেই রেঞ্জার্স এগিয়ে যায়। ১৭তম মিনিটে আরফিল্ডের গোলে লিড নেয় দলটি। ১-০ গোলে পিছিয়ে পড়া লিভারপুল ম্যাচের ২৪তম মিনিটে সমতায় ফিরে রবার্তো ফিরিমিনির গোলে। ১-১ গোলের সমতায় রেখে বিরতিতে যায় দুই দল।

বিরতির পর রীতিমতো ভয়ঙ্কর হয়ে উঠে লিভারপুল। ম্যাচের ৫৫তম মিনিটে জোড়া গোল পূর্ণ করেন রবার্তো ফিরিমিনি। এর মিনিট দশেক পরে নুনেজ গোল করে ব্যবধান করেন ৩-১ গোলের।

এরপরই জ্বলে উঠেন মিশরীয় তারকা সালাহ। একে একে আদায় করে নেন তিন গোল। ছয় মিনিটের ব্যবধানেই সালাহ হ্যাটট্রিক করেন। ম্যাচের ৭৫তম মিনিটে নিজের প্রথম দলের চতুর্থ, ম্যাচের ৮০তম মিনিটে নিজের জোড়া আর দলের পঞ্চম এবং ৮১ তম মিনিটে নিজের হ্যাটট্রিক দলের ষষ্ঠ গোল আদায় করেন তিনি।

৬-১ ব্যবধানে এগিয়ে থাকা ম্যাচের ৮৭তম মিনিটে রেঞ্জার্সের কফিনে শেষ পেরেক ঠুকে দেন ইলিয়ট। লিভারপুল এগিয়ে যায় ৭-১ গোলের ব্যবধান। অসহায় রেঞ্জার্স শেষ পর্যন্ত ৭ গোল হজম করে এক গোল শোধ করে বড় হার নিয়ে মাঠ ছাড়ে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here