সালাহ-মেন্ডিকে পেছনে ফেলে বর্ষসেরা নির্বাচিত সাদিও মানে

0
58

স্পোর্টস ডেস্কঃ গেল মৌসুমে যে দুর্দান্তভাবে কাটিয়েছেন, অনেকটাই অনুমেয় ছিল। তবুও প্রতিদ্বন্দ্বীতায় শক্ত মানুষ থাকায়, খানিকটা অনিশ্চয়তা ছিল। তবে সব অনিশ্চয়তা কাটিয়ে শেষ পর্যন্ত আফ্রিকার ফুটবলের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সাদিও মানে। লড়াইয়ে পেছনে ফেলেছেন মোহাম্মদ সালাহ ও এদুয়ার্দো মেন্ডিকে।

বৃহস্পতিবার রাতে মরক্কোর রাবাতে হয়ে যায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। আর সেখানে আফ্রিকার বর্ষসেরা ফুটবলার হিসেবে ঘোষণা করা হয় মানের নাম। এই নিয়ে দ্বিতীয়বারের মতো বর্ষসেরা ফুটবলারের পুরষ্কার জিতলেন মানে। এর আগে ২০১৯ সালে আফ্রিকার বর্ষসেরা ফুটবলারের পুরষ্কার জেতেন সেনেগালের তারকা ফরোয়ার্ড।

গেল মৌসুমে লিভারপুলের হয়ে এফএ কাপ ও কারাবাও কাপ জিতেছেন। হয়েছেন চ্যাম্পিয়ন্স লিগে রানার্সআপও। একই ক্লাবে থেকে ট্রফি জেতায় মানের শক্ত প্রতিদ্বন্দ্বী ছিলেন মোহাম্মদ সালাহও। ব্যক্তিগত পারফর্মেন্সে ছিলেন উজ্জ্বল। তবে একটা জায়গায় পিছিয়ে যান সালাহ।

সবশেষ আফ্রিকান নেশন্স কাপে সালাহর মিশরকে ফাইনালে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় সাদিও মানের সেনেগাল। পেনাল্টি থেকে গোল করে যেই জয়ে অবদান ছিল মানের। এছাড়া এই মিশরকে হারিয়েই কাতার বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয় সেনেগাল। সেখানেও পেনাল্টি থেকে গোল করেন মানে।

জাতীয় দলের পারফর্মেন্সই এগিয়ে দিয়েছে মানেকে। ৩০ বছর বয়সী এই ফরোয়ার্ড ভোটের ব্যবধানে পেছনে ফেলেছেন বাকি দুজনকে। নতুন মৌসুমে লিভারপুল ছেড়ে বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছেন মানে। সেই ক্লাবের প্রাক-মৌসুমের ম্যাচে ডিসি ইউনাইটেডের বিপক্ষে ৬-২ গোলে জিতে, এবং সেখানে গোল করে অবদান রেখে, পুরষ্কার নেওয়ার জন্য মরক্কোয় উড়াল দেন মানে।

পুরষ্কার নিয়ে মানে বলেন, ‘আমি এই পুরষ্কার আবারও পেয়ে খুবই খুশি এবং অনেক সম্মানিত অনুভব করছি। ধন্যবাদ আমার কোচ, ক্লাব ও জাতীয় দলের সতীর্থ এবং সেসব বন্ধুদের, যারা কিনা আমার কঠিন সময়ে পাশে ছিলেন।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here