সাড়ে ছয়শ রান করেও উইজডেনের সেরা একাদশে নাম নেই লিটনের

0
39

স্পোর্টস ডেস্কঃ সময়টা দুর্দান্ত যাচ্ছে লিটন দাসের। টাইগারদের এই ব্যাটার দারুণভাবে খেলে যাচ্ছেন। চলতি বছর ২০২২ সালে এখন পর্যন্ত সর্বোচ্চ আন্তর্জাতিক রান লিটনের। শুধুমাত্র টেস্টের বিবেচনায় চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক লিটন। এখন পর্যন্ত ৮ টেস্টে ১৪ ইনিংসে করেছেন ৬৫৯ রান। যেখানে তার গড় ৪৭.০৭। আছে ২ সেঞ্চুরি ও ৪ ফিফটি।

তবে এমন পারফর্মেন্সের পরও উইজডেনের সেরা একাদশে জায়গা হয়নি লিটন দাসের। চলমান ২০২২ সালের এখন পর্যন্ত টেস্টের সেরা পারফর্মারদের নিয়ে সম্প্রতি একাদশ গঠন করেছে উইজডেন। তবে সাড়ে ছয়শ রান করার পরও রাখা হয়নি লিটন দাসকে।

এর কারণও অবশ্য মিলেছে। একাদশে জায়গা পাওয়া সকল ব্যাটারেরই গড় ৫০’র ওপর। সেই জায়গায় পিছিয়ে গেছেন লিটন। গড় দিয়েই ব্যাটারদের মূল্যায়ন করা হয়েছে একাদশে। লিটন দাসের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন ভারতের ঋষভ পন্ত।

ভারতের এই উইকেটরক্ষক ব্যাটারের গড় ৬৬.৫০। ৫ ম্যাচ খেলে ৯ ইনিংসে ৫৩২ রান করেছেন পন্ত। আছে ২ সেঞ্চুরি ও ৩ ফিফটি। আর এমন পারফর্মেন্সেই লিটনকে পেছনে ফেলে একাদশে জায়গা করে নিয়েছেন।

উইজডেনের এই একাদশে কোনো বাংলাদেশি ক্রিকেটারেরই জায়গা হয়নি। একাদশে এক দেশ থেকে সর্বোচ্চ তিন জন রাখা যাবে, এমন নিয়মের মধ্যেই বানানো হয়েছে। যার জন্য পঞ্চাশের বেশি গড় থাকার পরও নাম নেই ইংল্যান্ডের জো রুটের, পজিশন অনুসারে পিছিয়ে থাকায় নাম নেই নিউজিল্যান্ডের টম ব্লান্ডেলের। বোলিং লাইন তুলনামূলক দুর্বলই। কেননা ব্যাটারদের আধিক্য দেওয়া হয়েছে সেখানে।

২০২২ সালের পারফর্মেন্স বিবেচনায় উইজডেনের সেরা একাদশ

১। আব্দুল্লাহ শফিক (পাকিস্তান)
২। উসমান খাজা (অস্ট্রেলিয়া)
৩। বাবর আজম (পাকিস্তান)
৪। ড্যারিল মিচেল (নিউজিল্যান্ড)
৫। ঋষভ পন্ত (ভারত)
৬। জনি বেয়ারস্টো (ইংল্যান্ড)
৭। দীনেশ চান্দিমাল (শ্রীলঙ্কা)
৮। কাইল মায়ার্স (উইন্ডিজ)
৯। প্রভাত জয়সুরিয়া ((শ্রীলঙ্কা)
১০। ম্যাট পটস (ইংল্যান্ড)
১১। জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড)

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here