স্পোর্টস ডেস্কঃ সারা দেশের সাড়ে তিনশ স্কুল নিয়ে এবার অনুষ্ঠিত হয় এবারের প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট। দেশের ৬৪ জেলার সাড়ে তিনশ স্কুলকে ছাপিয়ে চ্যাম্পিয়ন হলো রংপুর শিশু নিকেতন। সোমবার ফাইনালে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়কে ৬৯ রানে হারিয়েছে তারা।
নারায়ণগঞ্জের শামসুজ্জোহা স্পোর্টস কমপ্লেক্সে আগে ব্যাট করে শিশু নিকেতন। টস হেরে ব্যাটিংয়ে নেমে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের বিপক্ষে ৩৭.১ ওভারে মাত্র ১০২ রান করে শিশু নিকেতন। দলের হয়ে আহেমদ তেজান করেন ২৮ রান। এছাড়া সাদ করেন ২৪ রান। লক্ষ্য তাড়া করতে নেমে মেহেরপুর ২১ ওভার শেষের আগেই ৪৩ রানে অলআউট হয়। রংপুরের অধিনায়ক শিহাব ৫ ওভারে মাত্র ১৪ রানে ৫ উইকেট নেন।
টুর্নামেন্টে ৩৩ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট ও টুর্নামেন্ট সেরার পুরষ্কার উঠে রংপুরে শিহাবের হাতে। সর্বোচ্চ ৩৮৩ রান করে আসর সেরা ব্যাটার নির্বাচিত হন বাড্ডা আলতাফুন্নেসা উচ্চ বিদ্যালয়ের মাশকাত মাহিন রুদ্র।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০