সাড়ে তিন কোটি ইউরোয় আর্সেনালে ভিয়েরা

0
18

স্পোর্টস ডেস্কঃ এফসি পোর্তো থেকে ফাবিও ভিয়েরাকে দলে টেনেছে আর্সেনাল। উত্তর লন্ডনের ক্লাটিতে কতদিনের চুক্তি হয়েছে এই ফরোয়ার্ডের সেটি উল্লেখ করেনি তারা। সাড়ে তিন কোটি ইউরোর বিনিময়ে পর্তুগিজ ক্লাব পোর্তো থেকে আর্সেনালে নাম লিখিয়েছেন ভিয়েরা।

পোর্তোর জার্সিতে গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৯ ম্যাচ খেলেন ভিয়েরা। করেছেন ৭ গোল আর সতীর্থদের দিয়ে করান ১৬ গোল। আর্সেনাল কোচ মিকেল আর্তেতা ভিয়েরাকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। চুক্তির পর তিনি জানান, সৃজনশীল ভিয়েরায় মুগ্ধ।

আর্তেতা বলেন, ‘ভিয়েরা খুবই সৃজনশীল খেলোয়াড়, যে আমাদের আক্রমণাত্মক খেলার মান বাড়াবে এবং দলে বৈচিত্র আনবে।  আমি খুবই রোমাঞ্চিত ভিয়েরার মতো একজজন প্রতিভাকে খুঁজে বের করতে পেরে।’

প্রাক মৌসুম প্রস্তুতির আগে দলবদলের তৃতীয় খেলোয়াড় হিসেবে ভিয়েরার সাথে চুক্তি করল আর্সেনাল। এর আগে ক্লাবটিতে নাম লেখান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্কিনিয়োস এবং যুক্তরাষ্ট্রের গোলরক্ষক ম্যাট টার্নার। আরো নতুন মুখ দেখা যেতে পারে দলটিতে। গত মৌসুমে টেবিলে পাঁচ নম্বরে থেকে লিগ শেষ করেছিল আর্সেনাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here