সাড়ে ৬শ কোটির বেশি টাকায় অবশেষে বার্সাতেই ব্রাজিলিয়ান তারকা

0
4

স্পোর্টস ডেস্ক:: পারলো না চেলসি। নির্ধারিত সময়ের মধ্যেই বার্সা চুক্তি ফাইনাল করলো। অবশেষে ব্রাজিলিয়ান তারকা স্প্যানিশ ক্লাবটিতেই পাড়ি জমালেন। লিডস ইউনাইটেড থেকে রাফিনহাকে নিজেদের করে নিলো বার্সা। দলবদলের বাজারের ব্রাজিলের এই তরুণ তারকাকে নিয়ে রীতিমতো টানাটানি শুরু করেছিলো চেলিস ও বার্সা।

দুই দলই সমান ৭১ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দেয় লিডসকে। বাংলাদেশ মুদ্রায় যা প্রায় ৬৭১ কোটি টাকা। এরপর রাফিনহা জানান, তিনি বার্সাতেই যেতে চান। তার পছন্দ স্প্যানিশ ক্লাবটি। কিন্তুু ঋণে জর্জরিত বার্সার এই বিশাল অঙ্ক ব্যয় নিয়ে চিন্তিত হয়ে পড়ে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত জানাতে তাদেরকে ২৪ ঘন্টা সময় বেধে দেন রাফিনহার এজেন্ট। জানিয়ে দেন এর মধ্যে সিদ্ধান্ত চূড়ান্ত না করলে চেলসিতেই যাবেন এই তারকা।

বার্সাও দেরি করেনি। নির্ধারিত সময়ের আগেই সিদ্ধান্ত নিয়ে নেয় রাফিনহাকে দলে আনার। এরপরই দ্রুতই চুক্তির আনুষ্ঠানিকতাও সারে ক্লাবটি। রাফিনহাকে দলে নিতে চেলসি ও বার্সা প্রস্তাব দিয়ে ছিলো লিডস ইউনাইটেডকে। তবে সমস্যার শুরুর দুই ক্লাবের একই পরিমাণ অর্থ ব্যয় নিয়ে। বার্সাও এই তারকাকে নিতে ৬৭২ কোটি টাকা প্রস্তাব করেছে। চেলসিও সমান সংখ্যক অর্থের প্রস্তাব দিয়েছে লিডসকে।

তবে রাফিনহার চাওয়া বার্সায় যাওয়া। ব্যক্তিগত ভাবে তিনি বার্সেলোনাকেই পছন্দ করেছেন। তার এমন অভিমতের পর লিডস ইউনাইটেড চেলসির সাথে এক প্রকার যোগাযোগ বন্ধ করে দেয়। ক্লাব ফুটবলে দলবদলের বাজারে বেশ কয়েক দিন থেকেই তুমুল আলোচনা হচ্ছে রাফিনহাকে নিয়ে। ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব লিডস ইউনাইটেড তাকে ছেড়ে দেওয়ার আগ্রহ প্রকাশ করার পরপরই বার্সা, চেলসির মতো দলগুলো তাঁকে দলে নিতে আগ্রহী হয়ে উঠে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here