সিইও কেন, হলে তো সভাপতি হওয়াই ভালো- সাকিব

0
87

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিন দিন জৌলুস হারাচ্ছে। দেশের এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএলের পরের মানের দাবি করা হলেও ব্যবস্থাপনায় ক্রমেই পিছিয়ে পড়ছে। তিন মাস আগে বিপিএল আয়োজনের সিদ্ধান্ত হলেও ডিআরএস (ডিসিশন রিভিউ সিস্টেম) প্রযুক্তি আনার উদ্যোগ নেওয়া হয়নি।

প্রধান নির্বাহীর দায়িত্ব পেলে এক-দুই মাসের মাঝে বিপিএলের চেহারা বদলে দেবার কথা জানিয়েছিলেন সাকিব আল হাসান। তার এমন মন্তব্যের পর বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল সামনের বছর থেকে সাকিবকে দায়িত্ব নেয়ার আহ্বান জানান। সাকিব অবশ্য বলছেন সিইও কেন, হলে তো সভাপতি হওয়া ভালো।

রোববার একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের অনুষ্ঠানে অংশ নেন সাকিব। সেখানে তাকে প্রশ্ন করা হয়, বিসিবি সিইওর দায়িত্ব দিলে নেবেন কি না। জবাবে সাকিব মুচকি হাসি দিয়ে বলেন, ‘হলে তো সভাপতি হওয়াই ভালো।’ এর আগে শেখ সোহেল বলেছিলেন, ‘সাকিব আগ্রহ প্রকাশ করেছে, আমি প্রথমে সাকিবকে স্বাগত জানাই। ও বিপিএলের সিইও হিসেবে আসতে চায়। গভর্নিং কাউন্সিলে তাকে আসার জন্য স্বাগত জানাই। ও যদি চায় সামনের বছর এসে দায়িত্ব পালন করুক।’

‘আমরা তাকে ধন্যবাদ জানাই সে সিইও হিসেবে আসতে চায়। পরবর্তী বছরে সে সিইও হিসেবে আসুক। বিপিএলে কাজ করুক, আমাদের সাহায্য করুক। এখন তো সে খেলছে। এখন সে খেলা ছেড়ে আসতে পারবে না। সে পরের বছরে চলে আসুক।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here