স্পোর্টস ডেস্কঃ নারীদের ফিফা প্রীতি ম্যাচে আরও একবার সিঙ্গাপুরকে বিধ্বস্ত করেছে বাংলাদেশ দল। র্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়ে থাকা দলের বিপক্ষে এবার ৮-০ গোলের বিশাল এক জয় পেয়েছে বাংলার মেয়েরা। বাংলাদেশের হয়ে তহুরা খাতুন ও ঋতুপর্ণা চাকমা জোড়া গোল করেছেন। এছাড়া অধিনায়ক সাবিনা খাতুন, সানজিদা আক্তার, সুমাইয়া মাতসুশিমা ও শামসুন্নাহার জুনিয়র একটি করে গোল করেছেন।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে দুই দলের প্রথম ম্যাচে ৩-০ গোলে জিতেছিল বাংলাদেশ। সেই ম্যাচে হারের পর আরও কঠিন প্রতিরোধের বার্তা এসেছিল সিঙ্গাপুর দল থেকে। যার ফলে সোমবার একই মাঠে দ্বিতীয় ম্যাচে এসে শুরুর একাদশে ৪ পরিবর্তন নিয়ে মাঠে নামে অতিথিরা।
তবে এতে করে হিতে বিপরীত হয়েছে আরও। একেবারে বাংলাদেশের কাছে পাত্তায়ই পায়নি সিঙ্গাপুরের মেয়েরা। তহুরা-ঋতুপর্ণা-সাবিনারা স্রেফ উড়িয়ে দিয়েছে। দুই হালি গোল দিয়েছে সিঙ্গাপুরের জালে।
এদিন ম্যাচের প্রথমার্ধেই সিঙ্গাপুরের জালে তিন গোল দেয় বাংলাদেশ। শুরুর দিকে বেশ কয়েকটি সুযোগ পেলেও, গোল করতে পারেনি। তবে ১৬তম মিনিটেই তহুরার কল্যাণেই ডেডলক ভাঙে স্বাগতিকরা। মিনিট দুয়েক পরই ঋতুপর্ণার কল্যাণে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। ২৪তম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি পূরণ করেন তহুরা।
এরপর দ্বিতীয়ার্ধে আক্রমণের তেজ আরও বাড়িয়ে দেয় সাইফুল বারী টিটুর শিষ্যরা। ৫৭তম মিনিটে দলের হালি পূরণ করেন সানজিদা আক্তার। এরপর ৬২তম মিনিটে ঋতুপর্ণা নিজের জোড়া গোল পূরণ করেন। ৭৫তম মিনিটে অধিনায়ক সাবিনার পা থেকে আসে দলের ষষ্ঠ গোল।
ম্যাচের একেবারে শেষ দিকে ৮৭তম মিনিটে সুমাইয়া গোল করেন। আর নির্ধারিত ৯০ মিনিট শেষে যোগ করা সময়ের ১ মিনিটের মাথায় শামসুন্নাহার জুনিয়র শেষ পেরেক ঠুকে দেন সিঙ্গাপুরের জালে। এতেই বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে বাঘিনীরা। দুই ম্যাচের সিরিজে দুটিতেই জিতলো বাংলাদেশ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post