স্পোর্টস ডেস্কঃ প্রিমিয়ার লিগে গত মৌসুমে শেষ রাউন্ডের ম্যাচ শেষে সমর্থকরা মাঠে প্রবেশ করায় ম্যানচেস্টার সিটিকে ২ লাখ ৬০ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে। অ্যাস্টন ভিলার বিপক্ষে লিগের শেষ ম্যাচটিতে ২-০ গোলে পিছিয়ে থেকেও নাটকীয় ভাবে লড়াইয়ে ফিরে এসে ৩-২ গোলের জয়ের মাধ্যমে শিরোপা নিশ্চিত করেছিল সিটিজেনরা।
শিরোপা নিশ্চিতের পর উল্লসিত সিটির সমর্থকরা মাঠে নেমে শিরোপা উদযাপনের আনন্দে মেতে ওঠে। এই জয়ে লিভারপুলকে এক পয়েন্টের ব্যবধানে পিছনে ফেলেছিল ম্যানচেস্টারের দলটি। তবে এই ঘটনার কয়েকমাস পর শাস্তি পেতে হলো ইংলিশ জায়ান্টদের।
ভক্তদের আচরণ নিয়ন্ত্রণে নিজেদের ব্যর্থতা স্বীকার করে নিয়েছে সিটি। পাশাপাশি জরিমানাও মেনে নিয়েছে তারা। এই মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছে সিটি। আর্সেনালের পর লিগে তাদের অবস্থান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০