সিটিকে ধন্যবাদ লাপোর্তের

0
61

স্পোর্টস ডেস্কঃ আল নাসরে যোগ দিয়েছেন স্প্যানিশ ফুটবলার এমেরিক লাপোর্ত। ক্লাবের সঙ্গে তার চুক্তি হয়েছে তিন বছরের। বিবিসির খবর অনুযায়ী, লাপোর্তকে পেতে দুই কোটি ৩৬ লাখ পাউন্ড গুনতে হয়েছে সৌদি আরবের ক্লাবটিকে।

সিটির হয়ে সব মিলিয়ে ১৮০ ম্যাচ খেলেছেন লাপোর্ত। রক্ষণ সামলানোর পাশাপাশি গোল করেছেন ১২টি। যদিও গত মৌসুমে খুব একটা সুযোগ পাননি তিনি। দলের ঐতিহাসিক ট্রেবল জয়ের পথে কেবল ২৪টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন তিনি।

২০১৮ সালের জানুয়ারিতে সেসময়কার ক্লাব রেকর্ড ফি পাঁচ কোটি ৭০ লাখ পাউন্ডে অ্যাথলেটিক বিলবাও থেকে সিটিতে যোগ দিয়েছিলেন লাপোর্ত। এবার ছেড়ে গেলেন ইউরোপের ফুটবল। আল নাসরে তিনি সতীর্থ হিসেবে পাবেন ক্রিশ্চিয়ানো রোনালদো, আলেক্স টেলেস, সাদিও মানের মতো ফুটবলারদের।

সিটি থেকে বিদায়বেলা লাপোর্ত বলেন, ‘সাড়ে পাঁচ বছরের অবস্মরণীয় এক যাত্রা; অনেক অনেক স্মৃতি, যেগুলো সারাজীবন হৃদয়ে লালন করব আমি। ট্রফি জয় থেকে নানা বিপত্তি, সাফল্য থেকে চোট, পথচলায় সবকিছুই আমার সঙ্গী ছিল এবং আজ আমি যে অবস্থানে পৌঁছেছি, সেই যাত্রার প্রতিটি মুহূর্তের জন্য আমি কৃতজ্ঞ।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here