স্পোর্টস ডেস্ক:: ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে আর্লিং হল্যান্ড মাঠে নামা মানেই গোল। এবার গোল করলেন, দলকে টেবিলের শীর্ষে তুললেন। সেই সঙ্গে ৯২ বছর আগের পুরনো রেকর্ডে ভাগ বসালেন এই তারকা। হল্যান্ডের গোলে লিড নেওয়া ম্যাচে সিটি ফুলহ্যামকে হারিয়েছে ২-১ গোলে।
ম্যাচ মাত্র শুরু হয়েছে। দর্শকেরা প্রবেশ করছেন নিজ নিজ আসনে। চেয়ার বসে দর্শকেরা যখন ম্যাচ দেখার প্রস্তুুতি নিচ্ছেন, ততোক্ষণেই হল্যান্ড গোল করে বসেছেন, ভাগ বসিয়েছেন ৯২ বছর আগের রেকর্ডে।
ম্যাচের ২য় মিনিটে ফুলহ্যাম নিজেদের রক্ষণে আলভারেজকে ফাউল করে বসে। রেফারি পেনাল্টির বাঁশি দিলে হল্যান্ড স্পট কিক থেকে গোল করেন। তাতেই ১৯৯৩-৩৪ মৌসুমের রেকর্ডে ভাগ বসান। ওই মৌসুমে নিউক্যাসল ইউনাইটেডের হয়ে এক মৌসুমে সর্বাধিক ৩৪ গোল করে ছিলেন অ্যান্ড্রু কোল। তার এই রেকর্ডে পরের মৌসুমেই ভাগ বসান ইংলিশ কিংবদ্নতী অ্যালান শিয়ারা। ১৯৩৪-১৯৩৫ মৌসুমে তখনকার দল ব্ল্যাকবার্ন রোভার্সের হয়ে তিনিও করেন এক মৌসুমে ৩৪ গোল।
৯২ বছর পর এবার আর্লিং হল্যান্ড এক মৌসুমে করলেন ৩৪ গোল। ফুলহ্যামের বিপক্ষে পেনাল্টি থেকে করা ম্যাচের তৃতীয় মিনিটের গোলটি করে চলমান মৌসুমে তিনিও করলেন সমান গোল। তবে ব্যবধান আছে একটি। কমেছে ম্যাচের সংখ্যা। ৯২ বছর আগে প্রিমিয়ার লিগের মৌসুম ছিলো ৪২ ম্যাচের। এখনকার মৌসুম ৩৮ ম্যাচের।
এই ম্যাচে ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালকে টপকে শীর্ষে উঠেছে ম্যানচেস্টার সিটি। আর্লিং হল্যান্ড-জুলিয়ান আলভারেজের গোলে ফুলহ্যামকে হারিয়ে শিরোপার লড়াইয়ে শীর্ষে উঠলো পেপ গার্দিওয়ালার শিষ্যরা।
রাতের ম্যাচের শুরুইতে হল্যান্ড ম্যানচেস্টার সিটিকে লিড এনে দেন। যদিও এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। ফুলহ্যামও সমতায় ফেরে দ্রুত। তবে হার এড়াতে পারেনি দলটি। আলভারেজ ম্যানইউকে জিতিয়েই মাঠ ছেড়েছেন।
শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে এক ম্যাচ কম খেলে ১ পয়েন্ট নিয়ে এগিয়ে গেছে ম্যানসিটি। শিরোপর দৌড়ে দুই দলের লড়াই দারুণ জমেছে। ৩৩ ম্যাচে ২৩ জয়ে ৭৫ পয়েন্ট আর্সেনালের। ৩২ ম্যাচে ২৪ জয়ে ৭৬ পয়েন্ট ম্যানচেস্টার সিটির।
ফুলহ্যামের বিপক্ষে ম্যাচের শুরুতেই সিটি লিড নেয়। আর্লিং হল্যান্ড তৃতীয় মিনিটেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন ১-০ গোলে। পেনাল্টির গোলে এগিয়ে যাওয়া সিটি এই লিড বেশিক্ষণ টিকিয়ে রাখতে পারেনি। ম্যাচের ১৭তম মিনিটেই কার্লোস ভিনিসউসের গোলে ফুলহ্যাম সমতায় ফেরে।
ম্যাচে সমতাও বেশিক্ষণ টিকিয়ে রাখতে পারেনি ফুলহ্যাম। মিনিট পনেরো পরেই ম্যানচেস্টার সিটিকে আবারো এগিয়ে দেয়ন জুলিয়ান আলভারেজ। ৩৬তম মিনিটে তার গোলেই সিটি এগিয়ে যায় ২-১ ব্যবধানে। প্রথমার্ধে ফুলহ্যাম আর সমতায় ফিরতে পারেনি। পিছিয়ে থেকে বিরতিতে যায় দলটি।
বিরতির পর সিটি গোলের জন্য চেষ্টা করে। কয়েকটি আক্রমণও করে। ফুলহ্যামও ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে। তবে গার্দিওয়ালার দলের রক্ষণে চিড় ধরাতে পারেনি তারা। দুই দলই আর গোলের দেখা পায়নি। ২-১ ব্যবধানের জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করে মাঠ ছাড়ে সিটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০