স্পোর্টস ডেস্কঃ এফ কাপের শিরোপা জিতল ম্যানচেস্টার ইউনাইটেড। উড়তে থাকা ম্যানচেস্টার সিটিকে আজ ২-১ গোলে হারিয়েছে এরিক টেন হাগের দল। ওয়েম্বলি স্টেডিয়ামে বল দখলের হিসাবে একাধিপত্য করে সিটি; ৭০ শতাংশের বেশি সময় পজেশন ছিল তাদের। পুরো ম্যাচের হিসাব করলে আক্রমণেও তারা এগিয়ে, যদিও প্রথমার্ধে দলটির আক্রমণে কোনো ধার ছিল না। সব মিলিয়ে গোলের জন্য ১৯ শট নিয়ে চারটি লক্ষ্যে রাখতে পারে তারা; বিপরীতে ইউনাইটেড ১১ শট নিয়ে লক্ষ্যে রাখে পাঁচটি।
ওয়েম্বিলতে ৩০ মিনিটেই আলেক্সান্দ্রো গারনাচো ইউনাইটেডকে এগিয়ে নেন। ৯ মিনিট পর দ্বিতীয় বারের মতো জাল কাঁপায় ইউনাইটেড। মাইনোর এ গোলে ভূমিকা রাখেন পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ। ২-০ গোলের লিড নিয়েই স্বস্তির বিরতিতে যায় দলটি। ম্যাচের শেষদিকে এসে এক গোল শোধ দেয় সিটি। ৮৭ মিনিটে গোল পান দলটির বেলজিয়ান ফুটবলার ডকু। কিন্তু বাকি সময়ে তারা আর কোনো গোল করতে পারেনি। তাতে শিরোপা উৎসবে মাতে টেন হাগের দল। এফএ কাপে ইউনাইটেডের এটা ১৩তম শিরোপা। এ প্রতিযোগিতায় তাদের চেয়ে বেশি ট্রফি আছে আর্সেনালের (১৪)।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post