স্পোর্টস ডেস্কঃ টাইব্রেকারে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে কমিউনিটি শিল্ড শিরোপা জিতল আর্সেনাল। রোববার গত মৌসুমে ট্রেবল জয়ী সিটিকে হারিয়ে দেয় গানাররা। মিকেল আর্তেতার দল ঘুরে তুলল মৌসুমের সূচনাসূচক ট্রফি এফএ কমিউনিটি শিল্ড। ওয়েম্বলি স্টেডিয়ামে টাইব্রেকারে ৪-১ গোলে জিতে আর্সেনাল।
নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয় ১-১ সমতায়। টাইব্রেকারে আর্সেনালের মার্টিন ওডেগোর, লিয়ান্দ্রো ত্রোসার, বুকায়ো সাকা ও ফাবিও ভিয়েরা পান জালের দেখা। সিটির হয়ে প্রথম শট নিতে আসা কেভিন ডি ব্রুইনে ও তৃতীয় শটে ব্যর্থ হন রদ্রি। পেপ গার্দিওলার দলের হয়ে জালের দেখা পান কেবল বার্নার্দো সিলভা।
৭৭ মিনিটে তরুণ কোল পারমারের গোলে এগিয়ে গিয়েছিল সিটি। নির্ধারিত ৯০ মিনিটের পর ৮ মিনিট যোগ করেছিলেন রেফারি স্টুয়ার্ট আটওয়েল। সেই যোগ করা সময়ের অন্তিম মুহূর্তে ডি বক্সে ঢোকার মুখে বল পেয়ে যান আর্সেনালের লিয়ান্দ্রো ট্রসার্ড। তাঁর নেওয়া জোরালো শট সিটির মানুয়েল আকানজির গায়ে লেগে দিক পাল্টে খোঁজে নেয় জাল। ম্যাচের স্কোর লাইন হয়ে যায় ১-১! ম্যাচ সরাসরি চলে যায় টাইব্রেকারে। আর সেখানেই বাজিমাত করে আর্তেতার দল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০