সিটির জালে গোল উৎসব করলো ম্যানচেস্টার

0
35

স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে লিচেস্টার সিটি জালে রীতিমত গোল উৎসব করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।  ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিচেস্টার সিটিকে ৪-১ গোলে ম্যানচেস্টার।

ওল্ড ট্রাফোর্ডে আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় ম্যান্ই্উ। প্রথমার্ধেই ৪-০ গোলের লিড নেয় স্বাগতিকরা।

প্রথমার্ধের২২ মিনিটে গোল উৎসবের সূচনা করেন ডিফেন্ডার ক্রিস স্ম্যালিং। ৩৭ মিনিটে হুয়ান মাতা স্কোরশিটে নাম লেখান।

তিন মিনিট বাদেই মাতার পাসে বল জালে জড়ান উদীয়মান ইংলিশ ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড। এর দুই মিনিট পরই গোল উদযাপনে মাতেন ফ্রেঞ্চ তারকা পল পগবা। দ্বিতীয়ার্ধে আর ব্যবধান বাড়াতে পারেনি মরিনহোর শিষ্যরা। পুরো ম্যাচ খেললেও গোল করতে ব্যর্থ হন জ্লাতান ইব্রাহিমোভিচ। ভিজিটরদের হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন তরুণ ইংলিশ মিডফিল্ডার ডেমারাই গ্রে।

দুর্দান্ত জয়ে পয়েন্ট টেবিলে সাত থেকে তিনে উঠে এসেছে ম্যানইউ। ছয় ম্যাচ শেষে তাদের সংগ্রহ চার জয় ও দুই হারে ১২। সমান ম্যাচে সাত পয়েন্টে এক ধাপ অবনমনে ১২ নম্বরে লিচেস্টার। শীর্ষে ম্যানচেস্টার সিটি (৫ ম্যাচে ১৫)।

২ অক্টোবর পরবর্তী ম্যাচে স্টোক সিটির মুখোমুখি হবে ম্যানইউ।। বাংলাদেশ সময় বিকেল ৫টায় খেলা শুরু হবে। একইদিন সন্ধ্যা সোয়া ৭টায় সাউদাম্পটনের বিপক্ষে মাঠে নামবে লিচেস্টার।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here